সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারী কমিশনের প্রস্তাবনা, অসভ্যতা প্রসারের নীল নকশা: নেজামে ইসলাম জামায়াতের সঙ্গে মতভিন্নতা আছে, শত্রুতা নয়: মাওলানা ফজলুর রহমান মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’

‘জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন’ বাস্তবায়নে হেফাজতের সাব কমিটি গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৭ ডিসেম্বর ২০২২ ‘জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন’কে সামনে রেখে দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের দায়িত্বশীলগণের সাথে হেফাজত মহাসচিবের বৈঠক অনুষ্ঠিত হয়।

আজ ৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল দশটায় জামিয়া ইসলামিয়া মাখজানুল খিলগাঁও মাদরাসায় হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এর সভাপতিত্বে কেন্দ্রীয় দায়িত্বশীলদের নিয়ে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আরো উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী, দপ্তর সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর প্রমুখ।

বৈঠকে আগামী ১৭ ডিসেম্বর রাজধানী ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নের জন্য হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানকে প্রধান করে একটি সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এতে আরো আছেন যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, সহকারী মহাসচিব মাওলানা জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী,মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতী মাসউদুল করিম, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা আনিসুর রহমান (বিমানবন্দর, উত্তরা), মাওলানা নুরুল ইসলাম (খিলক্ষেত),
হেফাজত ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুজ্জামান, মুফতী কামাল উদ্দীন, মাওলানা ওহিদুর রহমান, মাওলানা মুস্তাকিম বিল্লাহ হামিদী, মাওলানা রাশেদ বিন নূর।

উক্ত বৈঠকে হেফাজত মহাসচিব আল্লামা সাজিদুর রহমান ঢাকা মহানগর কমিটির কার্যক্রম বেগবান করতে দিকনির্দেশনা মূলক বক্তব্য ও পরামর্শ দেন এবং ঢাকা মহানগর কমিটিকে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে মূখ্য ভূমিকা পালনের কথা বলেন।

বিধায় আগামী ১৪ নভেম্বর'২২ ইং সোমবার সকাল দশটায় ঢাকা খিলগাঁস্থ মাখজানুল উলুম মাদরাসায় ঢাকা মহানগর কমিটির একটি বৈঠক আহবান করা হয়। উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা মীর ইদরীস সহ কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ