সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
দেহব্যবসা নিষিদ্ধ করার পেছনের ইসলামী দর্শন নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

মাওলানা ইব্রাহিম দেওলার মুনাজাতে আগামীকাল শেষ হবে রায়েবন্ড ইজতেমার ১ম পর্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। মাওলানা ইব্রাহিম দেওলার মুনাজাতে আগামীকাল শেষ হবে রায়েবন্ড ইজতেমার ১ম পর্ব।

পাকিস্তানে তাবলিগের কেন্দ্রীয় মারকাজ রায়বেন্ডে তিন দিনব্যাপী ইজতেমা চলছে। শেষ হবে আগামীকাল ৬ নভেম্বর। প্রথম পর্বে অংশ নিয়েছে- করাচি, লাহোর, পেশওয়ার, মুলতান, বেলুচিস্তান ও কোয়েটার মুসল্লিরা।

গত বৃহস্পতিবার শুরু হয়ে প্রথম পর্ব চলবে ৬ নভেম্বর পর্যন্ত। বিশ্বের সবচে’ বড় ইজতেমাটি অনুষ্ঠিত হয় বাংলাদেশে। এটা তাবলিগ জামাতের সাথীদের সবচেয়ে বড় জমায়েত। বাংলাদেশের পর তাবলিগের বৃহৎ ইজতেমাটি হয়-পাকিস্তানের অন্যতম প্রধান শহর লাহোরের রায়বেন্ডে।

পাকিস্তান ইজতেমার দ্বিতীয় পর্ব ১০ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। এ পর্বে পাঞ্জাব, ফয়সালাবাদ, পশ্চিম করাচি ও ইসমাইল খান প্রদেশের মুসল্লিরা অংশ নেবেন।

ইজতেমা উপলক্ষে প্রায় ১০০ একর জায়গার ওপর বাঁশের খুঁটি দিয়ে প্যান্ডেল প্রস্তুত করা হয়েছে। রায়বেন্ড মারকাজের তত্ত্বাবধানে ইজতেমার সার্বিক কাজ ও প্রস্তুতি শেষ পর্যায়ে। দেশ-বিদেশের মুসল্লিরা এখন রায়বেন্ডের মাঠে অবস্থান করছে।

রায়বেন্ড মার্কাজের অফিসিয়াল ফেসবুক থেকে জানা যায়, বৃহস্পতিবার আসরের নামাজের পর মাওলানা নাজরুর রহমানের বয়ানে শুরু হয় ইজতেমা। মাগরিবের নামাজের পর বয়ান করেন মাওলানা ইব্রাহিম দেওলা। শুক্রবার বাদ ফজর বয়ান করেছেন মাওলানা আব্দুল রহমান বোম্বাই। জুমার নামাজের পর মাওলানা ইসমাইল গোধরা।

আসরের নামাজের পর ক্বারী মাওলানা জুবায়ের বাংলাদেশ। মাগরিবের নামাজের পর মাওলানা আহমদ লাট। শনিবার ফজরের নামাজের পর মাওলানা রবিউল হক বাংলাদেশ। জোহরের নামাজের পর ভাই ফারুক বাগালুর। আসরের নামাজের পর মাওলানা জহিরুল হাস মাগরিবের নামাজের পর মাওলানা ইব্রাহিম দেওলা। আগামীকাল রবিবার ফজরের নামাজের পর মাওলানা খুরশিদ বয়ান করবেন। আখেরি মুনাজাত করবেন মাওলানা ইব্রাহিম দেওলা। এ মুনাজাতের মাধ্যমে ইজতেমার ১পর্ব শেষ হবে। সূত্র: রায়বেন্ড তাবলিগের ফেসবুক পেজ।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ