আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লার মুরাদনগরে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহতের ঘটনায় দুই ঘন্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন স্থানীয় বাসিন্দারা। এতে মহাসড়কে দুই পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
আজ শনিবার দুপুর ১২টায় ওই ছাত্রী নিহতের পর থেকে এ অবরোধ করেন তারা। পরে অবরোধকারীদের দাবি অনুযায়ী সাত দিনের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলে দুপুর ২টার দিকে অবরোধ তুলে নেন স্থানীয় বাসিন্দারা।
আজ দুপুর ১২টায় মহাসড়কের মুরাদনগরের গোমতা এলাকায় ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্রী নিহত হয়। সে ওই এলাকার সাইফুল ইসলামের মেয়ে।
নিহতের সহপাঠীরা জানায়, প্রাইভেট পড়ে মহাসড়ক পার হচ্ছিল সাদিয়া ও সে। এ ঢাকাগামী একটি ট্রাক সাদিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুমিল্লা রিজিয়ন হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘শিক্ষার্থীর নিহতের পর সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এ সময় তারা সাত দিনের মধ্যে ফুটওভার ব্রিজ বানিয়ে দেওয়ার দাবি জানান। আমরা জনস্বার্থে ফুটওভার ব্রিজের বানানোর আশ্বাস দিয়েছি। এখন যান সড়কে যান চলাচল শুরু হয়েছে।’
-এসআর