রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত নারী সংস্কার কমিশন ও প্রস্তাবনা বাতিলের দাবি খেলাফত মজলিসের

দূষিত পানি পানে ২ জনের মৃত্যু, শতাধিক অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের টঙ্গী বড় দেওড়া এলাকায় দূষিত পানি পান করে শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এছাড়া দূষিত পানি পানে আজ শুক্রবার সকালে বেগম (৬০) ও বাবুল মিয়া (৪৫) নামে দুজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে বড় দেওড়া হয়রত শাহজালাল রোডের গান্ধীবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।

আহতদের টঙ্গী সরকারি হাসপাতাল ও মহাখালী কলেরা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অসুস্থ অনেক শিশু ও বৃদ্ধকে তাদের নিজ নিজ বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, বড় দেওড়া হয়রত শাহজালাল (র.) রোডের প্রকৌশলী মোসলেম উদ্দিনের গলিতে বৃহস্পতিবার দুপুরে ড্রেনের কাজ করার সময় কয়েকটি পানির পাইপ লাইন ফেটে যায়। ওই পাইপে ড্রেনের ময়লা প্রবেশ করে পানি দূষিত হয়ে পড়ে।

পরে আশপাশের বাসাবাড়ির লোকজন সেই পানি পান করায় রাত আটটা থেকে শিশু, যুবক ও বৃদ্ধসহ শতাধিক মানুষের পাতলা পায়খানা ও বমি শুরু হয়। তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, মহাখালী কলেরা হাসপাতাল, বিভিন্ন ক্লিনিক ও বাসাবাড়িতে চিকিৎসা দেওয়া হয়।

যেখানে এদের মধ্যে ৩৬ জনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্তত ২০-২৫ জনকে তাদের নিজ বাসায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাসায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গোপীনগর গ্রামের মৃত আজিজুল হকের স্ত্রী বেগম ও দেওড়া মাইনুদ্দীন মার্কেট এলাকার বাবুল মিয়া মারা যান। তাদের লাশ নিজ নিজ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয় চিকিৎসক জালাল আহমেদ বলেন, দূষিত পানি পান করে দুজন মারা গেছেন। এছাড়া বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত প্রাথমিক চিকিৎসা দিয়ে অন্তত ৭০ জনকে টঙ্গী ও মহাখালী কলেরা হাসপাতালে পাঠানো হয়েছে।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাসুদ রানা বলেন, দূষিত পানি পানের কারণে তাদের ডায়রিয়া ও বমি হচ্ছে। হাসপাতালে ৩৬ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ