রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :
সাদপন্থী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে রমনা মডেল থানায় স্মারকলিপি প্রদান জীবনের নিরাপত্তাসহ ৩ দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান সাদপন্থী নেতা মুয়াজের ৩ দিনের রিমান্ড ইজতেমা মাঠে হামলা: আসামিদের গ্রেফতারসহ ৪ দফা  দাবি ঢাবি শিক্ষার্থীদের আবারও মেট্রোরেলের এককযাত্রার টিকিট বিক্রি শুরু মালিবাগ মাদরাসার আকিদাগত শুদ্ধতার সংরক্ষণে অভূতপূর্ব উদ্যোগ সহ-সমন্বয়ক খালেদ নিখোঁজ, জেলা সমন্বয়ককে হত্যার হুমকি মালিবাগ মাদরাসা থেকে সাদপন্থী মুয়াজ বিন নুরকে বহিষ্কার ও সনদ বাতিল নবীজি সা. বিপদে যে দোয়া পড়তেন ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১০ গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ১৫

ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হলে যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আপনার গুগল অ্যাকাউন্টে যদি ভিন্ন কোন ধরনের নোটিশ বা আপনার অনুমতি ছাড়া কোনো ডিভাইস থেকে অ্যাকাউন্ট লগইনের মেসেজ আসে তাহলে বুঝে নিতে হবে জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হতে যাচ্ছে। কিংবা হ্যাক হয়েছে। এ ধরনের ঘটনা ঘটলে সাথে সাথেই কয়েকটি পদক্ষেপ নিলে হ্যাক হওয়ার হাত থেকে বাচাঁতে পারবেন।

১। প্রথমেই সর্বশেষ কানেক্ট হওয়া ডিভাইসের তালিকা দেখে নিতে হবে। নিশ্চিত হতে হবে আপনার ব্যবহৃত স্মার্টফোন, ল্যাপটপ ও পিসি থেকে লগইন করা আছে কিনা।

২। এরপর সাথে সাথেই ই-মেইলের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।

৩। যে কোম্পানির তৈরিকৃত ইমেইল ব্যবহার করছেন, তাদের বিষয়টি অবহিত করতে হবে।

৪। পরবর্তীতে আপনার লিস্টে থাকা সবাইকে দ্রুততার সঙ্গে মেইল হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে দিতে হবে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

৫। যদি আপনার এই ইমেইল অ্যাড্রেসটি খুব বেশি প্রয়োজনীয় না হয়, তাহলে এটি বন্ধ করে নতুন একটি খোলাই ভালো।

৬। অথবা ইমেইল অ্যাড্রেসটির টু স্টেপ ভেরিফিকেশন চালু করে নিতে হবে। ফলে আনঅথোরাইসড কোনো স্থান থেকে কেউ এটি ব্যবহারের চেষ্টা করলে আপনার অনুমতি চাইবে। তখন হ্যাক হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবেন।

৭। অ্যান্টিভাইরাস ব্যবহার করে কম্পিউটারকে ম্যালওয়্যারের থেকে রক্ষা করতে পারেন। এসব ম্যালওয়্যারের কারণেও অনেক সময় ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে।

৮। মেইলের সিকিউরিটি কোয়েশ্চেন এর প্রতিটির উত্তর দিয়ে রাখতে হবে। এসব ঠিকঠাক থাকলে অ্যাকাউন্ট হ্যাক হলেও ফিরে পাওয়ার সম্ভাবনা থাকে।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ