নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>
খাগড়াছড়িতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতীব আল্লামা মুফতি রুহুল আমীনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
সোমবার (১৭ অক্টোবর) বাদ এশা জেলা সার্কিট হাউজে এ সংবর্ধনা দেয় ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ।
খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী ও মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর এর নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়।
এ সময় পরিষদের সহ-সভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামিম, সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির মাহমুদ, অর্থ সম্পাদক হাফেজ ওমর ফারুক, খাগড়াছড়ি সদর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম মিছবাহ, মাটিরাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম,মাটিরাঙ্গা কেন্দ্রীয় মসজিদের খতীব মাওলানা হারুনুর রশিদ, গোমতী জামে মসজিদের খতীব মুফতি শামিম হোসাইন ফারুকীসহ জেলার বিভিন্ন মসজিদের ইমাম - খতিব ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।
-এএ