সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের সীরাত সম্মেলন অনুষ্ঠিত ‘শাহবাগের গণজাগরণ মঞ্চ ছিল দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ’ ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে ইসলামী আলোচক আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ প্রকাশিত হচ্ছে আল্লামা মাহমুদুল হাসানের ‘হাসানুল ফতোয়া’ তাড়াইলে মাদক-জুয়া ও অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে আলেমদের সমাবেশ নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, দ্রুতই রোডম্যাপ : ড. ইউনূস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পূর্ণাঙ্গ ভাষণ যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শনিবার বাংলাদেশ সফরে এলেন দেওবন্দের উস্তাদ মুফতি ফখরুল ইসলাম এলাহাবাদী আগামীকাল শরীফগঞ্জে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী

জরুরি ভিত্তিতে ইমাম কাম খতিব অবশ্যক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জরুরি ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর থানার পাহাড়িয়াকান্দি পূর্বপাড়া বাইতুননূর জামে মসজিদে একজন ইমাম কাম খতিব আবশ্যক। আকর্ষণীয় বেতনে বাৎসরিক ইনক্রিমেন্ট সুবিধা সহ থাকবে থাকা-খাওয়ার সুব্যবস্থা।

যোগ্যতা: সমধুর কন্ঠে বিশুদ্ধ তেলাওয়াতকারী, দাওরায়ে হাদিস ইফতা পাস৷ বয়ানে পারদর্শী হতে হবে। তাফসির, হিফজুল কুরআন ও পূর্ব অভিজ্ঞতা থাকলে বিশেষ বিবেচনাযোগ্য৷

সুযোগ সুবিধা: বেতন: ১০-১৫ হাজার এর মধ্যে৷ ক. বেতন যথা-সময়ে ক্লীয়ার৷ খ. বাৎসরিক ইনক্রিমেন্ট থাকবে৷ গ. পারফরমেন্স ওযোগ্যতার ভিত্তিতে বেতন বৃদ্ধির সুযোগ থাকবে। ২. থাকা-খাওয়ার সুব্যবস্থা ৩. ফ্যামিলি নিয়ে থাকতে চাইলে আলোচনা সাপেক্ষে তার ব্যবস্থা করা হবে।

আগ্রহী প্রার্থীকে আগামী ২২ অক্টোবর শনিবার সকাল ৯-১০ ঘটিকার মধ্যে রাজধানী ঢাকার মগবাজার টিএন্ডটি কলোনী জামে মসজিদ, নয়াটোলা ঢাকায় উপস্থিত থাকতে হবে।

সাথে যা আনতে হবে: ১. স্বহস্তে লিখিত সভাপতি বরাবর আবেদন পত্র৷ ২. সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ফটো৷
৩. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি| ৫. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারটিফিকেট (চারিত্রিক সনদ) ৬. জীবনবৃত্তান্ত৷ ৭. শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি|

যাতায়াত (সাক্ষাৎকারস্থল): মগবাজার ওয়ারলেস এসে রিকসায় নয়াটোলা রোডে টিএন্ডটি মসজিদ অথবা (মালিবাগ) চৌধুরী পাড়া আবুল হোটেল নেমে রিকসায় টিএন্ডটি মসজিদ৷

বাইতুননূর মসজিদে যাতায়াত: ঢাকা গুলিস্তান থেকে বিআরটিসি/ অভিলাস বাসযোগে আড়াই হাজার বিশ্বন্দী ফেরি ঘাট পার হয়ে সিত্রনজি করে পাহাড়িয়াকান্দি। কুমিল্লা চাঁদপুর থেকে আসলে গোরীপুর থেকে বাসে হোমনা, সেখান থেকে সিএনজি করে বাঞ্চারামপুর পাহাড়িয়াকান্দি পূর্বপাড়া বাইতুনুর জামে মসজিদ৷ যোগাযোগ: ০১৯৩৭০৪০৪২৪।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ