সোমবার, ১৮ নভেম্বর ২০২৪ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগরের সীরাত সম্মেলন অনুষ্ঠিত ‘শাহবাগের গণজাগরণ মঞ্চ ছিল দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ’ ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে ইসলামী আলোচক আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ প্রকাশিত হচ্ছে আল্লামা মাহমুদুল হাসানের ‘হাসানুল ফতোয়া’ তাড়াইলে মাদক-জুয়া ও অনৈতিক কার্যকলাপের প্রতিবাদে আলেমদের সমাবেশ নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, দ্রুতই রোডম্যাপ : ড. ইউনূস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পূর্ণাঙ্গ ভাষণ যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শনিবার বাংলাদেশ সফরে এলেন দেওবন্দের উস্তাদ মুফতি ফখরুল ইসলাম এলাহাবাদী আগামীকাল শরীফগঞ্জে আসছেন সাইয়েদ আরশাদ মাদানী

হজরত উসমান বিন মাজউন রা. এর স্ত্রী খাওলা রা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোমান আব্দুল্লাহ

নাম ও বংশ পরিচয়

তাঁর নাম খাওলা। উপনাম: উম্মে শরিক। তিনি বনু সুলাইম গোত্রের অধিবাসী ছিলেন। তিনি রাসুল সা. এর সমর্কে খালা হতেন। তার বংশধারা হলো, খাওলা বিনতে হাকিম বিন উমাইয়াহ বিন হারেসাহ বিন আওকাস বিন মুররা বিন হেলাল বিন ফালেজ বিন জাকওয়ান বিন সা'লাবাহ বিন সুলাইম।

বিয়ে: হজরত উসমান বিন মাজউন রা. এর সাথে তার বিয়ে হয়।

জীবন: ইসলাম গ্রহণের পর তিনি মদিনায় হিজরত করেন। ২য় হিজরিতে বদর যুদ্ধের পর স্বামী উসমান রা. ইন্তেকাল করলে তিনি আর পুনরায় বিয়ে হননি। অধিকাংশ সময় তিনি পেরেশান থাকতেন। সহিহ বুখারিতে বর্ণনা এসেছে যে, তিনি রাসুল সা. এর খেদমতে নিজেকে পেশ করেছিলেন।

হাদিস বর্ণনা: তিনি রাসুল সা. থেকে ১৫ টি হাদিস বর্ণনা করেন।

চরিত্র: উসদুল গাবাহ গ্রন্থে তার ব্যাপারে বলা হয়েছে, "তিনি একজন নেককার স্ত্রী ছিলেন।"

মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, তিনি দিনভর রোজা রাখতেন আর রাতে ইবাদত করতেন।

প্রথমদিকে তার গহনার প্রতি আগ্রহ ছিলো। একবার রাসুল সা. কে তিনি বলেন, 'যদি তায়েফ বিজয় হয়, তাহলে অমুক নারীর গহনা আমাকে দান করবেন।" তখন রাসুল সা. বলেন, আল্লাহ তায়ালা অনুমতি না দিলে আমি কিভাবে তা দিতে পারি!

সূত্র: ১. উসদুল গাবাহ ২. মুসনাদে আহমদ ৩. আল ইসাবাহ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ