|| আলী হাসান তৈয়ব ||
গতকাল স্কুল থেকে ফেরার পথে নিজেরটার সঙ্গে দুই সহোদর বোনের ব্যাগ বহন করে সৌদি শিশু মিশআল বদর শাহরানি পুরো আরববিশ্বের প্রশংসায় ভাসছে। আসির প্রদেশের শিক্ষাবিভাগ আজ তাকে পুরস্কৃত করার উদ্যোগ নিয়েছে।
এক. প্রতিটি শিশু স্বভাবধর্ম তথা একত্ববাদ ও ইসলামের ওপর জন্ম গ্রহণ করে। শিশুদের স্বভাব যদি পরিবার ও সমাজ নষ্ট না করে দেয়, তাহলে তাদের মাধ্যমে ইসলামের শ্বাশত সৌন্দর্যগুলো এভাবেই প্রকাশ পাবে।
দুই. পারিবারিক শিক্ষাই আসল শিক্ষা। পরিবারের শিক্ষা সঠিক হলে তারাই আদর্শ মানুষ এবং দায়িত্বশীল নাগরিক হয়ে গড়ে উঠবে।
তিন. পুরুষকে আল্লাহ নারীর জন্য দায়িত্বশীল বানিয়েছেন। এটা কর্তৃত্ব নয়, অভিভাবকত্ব। নারীর প্রকৃতি এবং পৃথিবীর স্থিতি ও শান্তি বজায় রাখার স্বার্থে এর বিকল্প নেই।
চার. ইসলামে পুরুষের অবধারিত কর্তব্য নারীকে সম্মান দেওয়া। বিপরীতে যারা ইসলামের বিভিন্ন বিধানের অপব্যাখ্যা করে নারীকে ইসলামের বিরুদ্ধে খেপিয়ে তুলতে চায়, বাস্তবতা হলো, তারা দিন শেষে নারীকে ভোগ্যপণ্য ছাড়া কিছুই ভাবে না।
পাঁচ. ভালোকে উৎসাহিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। আসির প্রদেশের শিক্ষাবিভাগ বদর শাহরানিকে পুরস্কৃত করে সে দায়িত্বটিই পালন করছে। আমাদেরও উচিত এভাবে ভালো কাজকে উৎসাহিত করা।
বি. দ্র. সবাই ছবিটা দেখে মুগ্ধ হয়ে বাচ্চাগুলোর চেহারা দেখতে চাইছিলেন। আসির শিক্ষাবিভাগ ওদের ছবি প্রকাশ করেছে
কেএল/