রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬


দেশে ফেসবুক ব্যবহারকারী ৫ কোটি ২৮ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে ৫২ দশমিক ৮ মিলিয়ন (৫ কোটি ২৮ লাখ) ফেসবুক ব্যবহারকারী আছেন বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ও সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার।

খুলনায় টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য এ তথ্য জানান তিনি।

সচিব শ্যাম সুন্দর সিকদার বলেন, বিটিআরসি নিজে কোনো ব্যবসা করে না। সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে। এটি একটি শক্তিশালী সংগঠন। সরকারের অন্যতম উদ্দেশ্য ইন্টারনেট সেবাকে সকলের কাছে সহজলভ্য করে তোলা। দেশে ৯৮ শতাংশ এলাকায় ফোরজি সেবা চালু রয়েছে।

তিনি বলেন, বিটিআরসির শক্তিশালী ডাটাবেজ রয়েছে। কোনো সিম ক্রয়ের ক্ষেত্রে আঙুলের ছাপ নেওয়া হয়। এতে এনআইডির মাধ্যমে জানা যায় গ্রাহক কয়টি সিম ব্যবহার করছেন, আইনশৃঙ্খলার স্বার্থে এটা বড় অগ্রগতি। সাইবার জগতে ক্রমবর্ধমান পর্নোগ্রাফি, জালিয়াতি ও ইন্টারনেট ব্যবহারকারীদের প্রাইভেসি লংঘন ঠেকাতে ডিজিটাল সিকিউরিটি সেল তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, দেশে ৫২ দশমিক ৮ মিলিয়ন (৫ কোটি ২৮ লাখ) ফেসবুক ব্যবহারকারী আছেন। কিন্তু সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকা জরুরি। তিনি শিশুদের জন্য ইন্টারনেট ব্যবহারে প্যারেন্টাল কন্ট্রোল গাইডেন্স সেবাটি বিনামূল্যে দেওয়ার জন্য মোবাইল অপারেটরদের অনুরোধ জানান। মোবাইল ফোনে কথা বলার সময় কলড্রপ হলে টাকা ফেরত পাওয়ার বিধান রয়েছে। এক্ষেত্রে কেউ সেবা বঞ্চিত হলে হেল্পলাইন ১০০ নম্বরে কল করে সরাসরি অভিযোগ করতে পারবেন। টেলিটক দেশের ৬টি স্থানে পরীক্ষামূলকভাবে ৫জি নেটওয়ার্কের আওতায় আনার কাজ করছে। এটি প্রধানত উৎপাদনশীল কাজে ব্যবহৃত হবে।

বিটিআরসির সুফল সম্পর্কে চেয়ারম্যান বলেন, প্রতিষ্ঠানটি ২০১৬ সাল থেকে এই পর্যন্ত সরকারকে ২৬ হাজার কোটি টাকা রাজস্ব দিয়েছে। বিটিআরসির সহযোগিতায় দেশের ৬৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শতভাগ ইন্টারনেট সেবার আওতায় আনা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ