সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

নানা অভিযোগে বন্ধ হলো ৪৮ হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নানা অনিয়ম এবং অভিযোগে কুমিল্লাতে ৪৮ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। আজ রোববার (৪ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী।

জানা যায়, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নানা অনিয়ম এবং অভিযোগের ভিত্তিতে গত এক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে ৮টি হাসপাতাল ও ৪০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক বন্ধের নির্দেশ দেওয়া হয়।

নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, ‘এসব প্রতিষ্ঠানের অধিকাংশরই লাইসেন্স নেই। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সংশোধনের সময় দেওয়া হলেও তারা সংশোধন হয়নি। আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য বিভাগ থেকে যেসব প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, তাদের নির্দেশনাও দেওয়া হয়েছে। সম্পূর্ণ লাইসেন্স সংগ্রহ ব্যতীত যেন ফের প্রতিষ্ঠান পরিচালনা করা না হয়।’

কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। আমরা লাইসেন্স নিয়ে যেমন কাজ করছি, তেমনি প্রতিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডাক্তার এবং নার্সসহ অন্যান্য ক্ষেত্রগুলোতেও শর্ত মানা হচ্ছে কি না, সে বিষয়গুলো পর্যবেক্ষণ করছি।’

-এসআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ