আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পল্টনের বায়তুল মোকাররম-ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জামিয়া ইসলামিয়া পটিয়ার সাবেক শাইখুল হাদিস ও প্রিন্সিপাল মুফতী আবদুল হালিম বোখারী রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বাদ জোহর আবনায়ে জামিয়া ইসলামিয়া পটিয়া-ঢাকা-এর উদ্যোগে আয়োজিত এ আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন, পটিয়া মাদরাসার বর্তমান প্রিন্সিপাল মাওলানা উবায়দুল্লাহ হামযা।
এ ছাড়াও হাকীমুল ইসলাম মুফতী আবদুল হালীম বুখারী রহ.-এর স্মরণসভায় উপস্থিত থাকবেন, ফকীহুদ দীন প্রখ্যাত হাদীস বিশারদ শাইখুল হাদিস হাফেজ মুফতি আহমাদুল্লাহ, জামেয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আন্তর্জাতিক ইসলামিক স্কলার, জামেয়া ইসলামিয়া পটিয়ার ভাইস প্রিন্সিপাল আরবী ভাষাবিদ, মুহাদ্দিস আল্লামা আবু তাহের নদভী, মাওলানা মানজুর হালীম বোখারীসহ বরেণ্য স্কলারগণ উপস্থিত থাকবেন।
আবনায়ে জামিয়া ইসলামিয়া পটিয়া-ঢাকা- নেতৃবৃন্দ আলোচনাসভায় দ্বীনবান্ধব মানুষদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।
-এটি