বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৬ শাবান ১৪৪৬


বিশেষ কবিতা ‘অবেলায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। আল আমীন আজহার ।।

তোমার কাছে যাব বলে ঘাটে নেমে
হঠাৎ দেখি নাওগুলো সব যাচ্ছে থেমে।
মেঘলা আকাশ, সমুদ্র ঢেউ আসছে হেঁকে
হতাশ মাঝি বেবাক হয়ে বলছে ডেকে।
এই অবেলায় হারাচ্ছে সব সাঁঝের কোকিল
আঁতকে উঠে বুকের ভেতর স্তব্ধ নিখিল!

মেঘলা দিনের সন্ধ্যা ঘাটে আর পাবো কাকে?
আমায় দেখে হাঁসছে মরণ জীবন বাঁকে!
হায়রে মরণ কি তার কারণ হাঁসছো তুমি?
কাঁপছে আকাশ ভূধর এবং মাতৃভূমি!
কেবল তো তার মুখের মায়া ডাক দিয়েছে
তাই কি মরণ এই জনমে হাঁক দিয়েছে?

এই অবেলায় কি আর করার দ্বীপান্তরে
পথের 'পরে। থমকে যাওয়া তেপান্তরে?
প্রাণ ঝরা শেষ, ঘামগুলো তাই শক্তি নিয়ে
অবশ শরীর বিবশ করে পড়ছে বেয়ে।
আমি তো সেই গাঁয়ের মানুষ, গাঁয়েই আছি
হাত বাড়ালেই পাবে তোমার কাছাকাছি।

আর কতকাল চলবো হেঁটে মরণ হাঁটে
আমায় দেখে মৃত্যু নাচে জীবন ঘাটে!
মায়ার মুখে দেখবে কত ছায়ার মতন?
সূর্য ডুবলে আঁধার হবেই আলোর গগন।
নামুক তবে নিগূঢ় আঁধার আমায় ঢেকে
আলোর পথেই চলুক সবাই - আমায় রেখে।

-কেএল


সম্পর্কিত খবর