সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
দেহব্যবসা নিষিদ্ধ করার পেছনে ইসলামী দর্শন নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে শায়খে রায়গড়ী রাহঃ স্মৃতি সংসদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেখ আব্দুল্লাহ উসামা: পুণ্যভূমি সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত আলেম-উলামা ও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে ৬ দফায় প্রায় ৪০০ টি পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছে "শায়খে রায়গড়ী রাহ. স্মৃতি সংসদ"।

পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ মাদরাসার সাবেক দীর্ঘদিনের মুহতামিম ও খলীফায়ে মাদানী মাওলানা শেখ ইউনুস আলী রায়গড়ী'র স্মরণে নির্মিত দ্বীনী সেবামুলক এ সংগঠনটি গত ১৩ জুন ২০২২ ইং থেকে শুরু করে পর্যায়ক্রমে-

১-গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদরাসা।(ক্ষতিগ্রস্ত উস্তাদ ছাত্র ও কর্মচারীগণ)
২-ভাদেশ্বর ইউনিয়নের সিলিমপুর,ফকিরটুল গ্রাম।
৩-সুনামগঞ্জের দিরাই উপজেলার টুক দিরাই, চন্ডিপুর ও সিলেট সদর উপজেলার কালারোকা।
৪- ঢাকাদক্ষিণের সুনামপুর, ইসলামপুর,নগর ও রায়গড় গ্রামের ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র লোক।
৫- গোয়াইনঘাট উপজেলার হাকুর বাজার।
৬-সর্বশেষ গত ১৭/০৭/২০২২ ইং তারিখে শায়খে রায়গড়ী রাহ. এর স্মৃতি বিজড়িত গোয়াইনঘাট উপজেলার হাদারপার,বিছনাকান্দি মনাইকান্দির আলেম-উলামা সহ অসহায় পরিবারের মাঝে সাধ্যানুযায়ী সর্বোচ্চটুকু দিয়ে সহায়তা প্রদানের মাধ্যমে তাদের সেবামূলক এ প্রজেক্ট সম্পন্ন করেছে।সংসদের দায়িত্বশীলরা অত্যান্ত সুশৃঙ্খল ও সুচারুরূপে উপযুক্ত ক্ষতিগ্রস্তদের হতে তাদের প্রাপ্য অনুদান পৌঁছে দিতে আপ্রাণ চেষ্টা করেছে।

প্রাপকরা তাদের এ দুর্যোগপূর্ণ মুহুর্তে শায়খে রায়গড়ী রাহঃ স্মৃতি সংসদকে পাশে পেয়ে উচ্ছাসিত,দেশে বিদেশে অবস্থানরত স্মৃতি সংসদের সম্পৃক্ত সকল দায়িত্বশীল কর্মকর্তা ও সাধারণ সদস্যদেরকে মুবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তারা আগামী দিনেও যে কোনো পরিস্থিতিতে স্মৃতি সংসদকে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

উল্লেখ্য যে, বিগত ২৮ আগস্ট ১৯৯৮ ইং সালে শায়খে রায়গড়ী রাহ. স্মৃতিচারণে প্রতিষ্ঠিত এ অরাজনৈতিক সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই দ্বীনি প্রচার প্রসারে ওয়াজ নসিহত ও সামাজিক উন্নয়নে বিভিন্ন সেবামুলক কাজ করে আসছে। ভবিষ্যতেও এ কাজের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

-কেএল


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ