সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’

বন্যায় ক্ষতিগ্রস্ত আলেম ও শিক্ষার্থীদের মাঝে জমিয়তের নগদ অর্থ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ব্যবস্থাপনায় ইতালী জমিয়তের সভাপতি মাওলানা রুহুল আমীন তালুকদার এর অর্থায়নে কানাইঘাট উপজেলার দুইশত বন্যার্ত উলামায়ে কেরাম ও শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার (১২ জুলাই) কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজার রহমান কমিউনিটি সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম কানাইঘাট উপজেলার অন্যতম উপদেষ্টা মাওলানা আব্দুল আজীজ বন্দরবাড়ীর সভাপতিত্বে মাওলানা ইমরান হুসাইন ও মাওলানা নজরুল ইসলাম এর যৌথ পরিচালনায় হাফিজ আব্দুল্লাহ নাদিম এর তেলাওয়াতের মাধ্যমে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ যিয়া উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি শাইখুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

এছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাও. জয়নাল আবেদীন, মাওলানা হাবীবে রাব্বানী চৌধুরি,মাওলানা ফয়সল আহমদ জালালাবাদী, সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসেমী,রাজাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান মাও. শামসুল ইসলাম,লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দীন, হা.মাওলানা ফখর উদ্দীন,মাওলানা হাবীব আহমদ মাসুম, মাওলানা নজরুল ইসলাম আকুনী,আব্দুল কাদীর,মাওলানা বুরহান উদ্দীন, মাওলানা আব্দুল মালিক প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ