সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
দেহব্যবসা নিষিদ্ধ করার পেছনে ইসলামী দর্শন নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

ডা. আশরাফুলের উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে যুব আন্দোলনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান,
খাগড়াছড়ি প্রতিনিধি>

ইসলামী যুব আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি ডাঃ মোঃ আশরাফুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৩ জুলাই) বুধবার সকাল সাড়ে ১১ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ইসলামী যুব আন্দোলন জেলা শাখা এ প্রতিবাদী মানববন্ধনের আয়োজন করেন।

জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুরশেদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, আওয়ামী সন্ত্রাসীরা ভিন্নমতকে দমানোর জন্য সারাদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের অত্যাচার নির্যাতন থেকে কৃষক শ্রমিক নিরীহ জনতা কেহ রেহাই পাচ্ছে না।ক্ষমতা চিরস্থায়ী করার লক্ষ্যে মানুষের কল্যাণের কাজ করার চেয়ে ভিন্নমতের মানুষকে দমনে তারা ব্যস্ত হয়ে পড়েছে।

এর অংশ হিসাবে ইসলামী যুব আন্দোলনের নেতা ডাঃ আশরাফুল ইসলামের উপর নেক্কারজনক সন্ত্রাসী করে আহত করে;যা কোন কোন ভাবে মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানান তিনি।

জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা বশির উদ্দিন সঞ্চালনায় মানববন্ধনে ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, সহ সভাপতি আব্দুল জব্বার গাজি, সাধারণ সম্পাদক মাওলানা কাউসার আজিজী,সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল,দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আল আমিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ