মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


আরাফার ময়দানে ইসরাইলের বিরুদ্ধে ইরানি হাজিদের স্লোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আরাফাত ময়দানে হাজিদের একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদ বা বারায়াত। এর মাধ্যমে মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদের শপথ নেওয়া হয়। এই অনুষ্ঠানে ইরানি হাজিদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর হজবাণী পাঠের মধ্যদিয়ে তারা এ অনুষ্ঠান শুরু করেন।

এ সময় তারা 'আমেরিকা ধ্বংস হোক, ইসরাইল নিপাত যাক' বলে স্লোগান দেয়। হাজিরা এ সময় এসব স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন। মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদ বা বারায়াত অনুষ্ঠানে অংশগ্রহণকারী হাজিরা এ সময় পাঁচ ধারা বিশিষ্ট একটি ইশতেহার প্রকাশ করেন।

ওই ইশতেহারে বলা হয়েছে, বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করা মুসলিম বিশ্বের অবশ্যপালনীয় দায়িত্ব, এই দায়িত্বকে সর্বাগ্রে স্থান দিতে হবে। ফিলিস্তিনিদের অধিকারের ওপর সমর্থন পুনর্ব্যক্ত করেন হাজিরা। ইশতেহারে বলা হয়, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যেকোনো প্রচেষ্টা নিন্দনীয়। একই সঙ্গে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব ও বিভেদ সৃষ্টির মার্কিন ও ইসরাইলি ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্য জোরদারের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া সাম্রাজ্যবাদীদের মোকাবেলায় মজলুমদের অধিকার রক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে এবারের ইশতেহারে। এছাড়া, আরাফা ময়দানে আজকের কার্যক্রমের মধ্যে ছিল আরাফাতের বিশেষ দোয়া পাঠ। দোয়া পাঠের সময় সেখানে এক হৃদয়গ্রাহী পরিবেশ সৃষ্টি হয়। সূত্র: পার্স টুডে।

-কেএল


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ