মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬


দেশে করোনা রোগী বাড়লেও শনাক্তের হার কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে সবশেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত বাড়লেও শনাক্তের হার কমেছে। এ সময় ১ হাজার ৬৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ১২.১৮ শতাংশে। একই সময় করোনায় কেউ মারা যায়নি।

শুক্রবার (২৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি মাসের শুরুর দিকে করোনা বাড়তে থাকে। সবশেষ শুক্রবার এক লাফে বেড়ে দাঁড়াল ১ হাজার ৬৮৫ জনে।

এর আগে বৃহস্পতিবার (২৩ জুন) আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৪.৩২ শতাংশ এবং ১ হাজার ৩১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

এনিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৬২ হাজার ২১৩ জনের করোনা শনাক্ত হয় এবং এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩৫ জন।

সবশেষ ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৮৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময় করোনায় আক্রান্ত ১৮৫ জন সুস্থ হয়েছেন। এনিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ৪১৭ জন।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ