বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬


সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের গুলিতে আহত ৩, গ্রেপ্তার ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:  ইস্টার সানডে’তে বেশ কয়েকটি সুইডিশ শহরে উগ্র ডানপন্থীদের পবিত্র কোরআন পোড়ানোর পরিকল্পনার জেরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভকারীদের ওপর পুলিশের ছোড়া গুলিতে সুইডেনের শহর নরসেপিংয়ে তিনজন আহত হয়েছেন।

আল-জাজিরা জানিয়েছে, এই ঘটনায় সুইডিশ শহর নরসেপিং ও লিংকসেপিং থেকে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নরসেপিং থেকে ৮ জন এবং লিংকসেপিং থেকে গ্রেপ্তার হন ১৮ জন। সোমবার এক বিবৃতিতে এমনটাই জানায় দেশটির পুলিশ।

নরসেপিংয়ের বিক্ষোভ সম্পর্কে পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তাতে তিনজন আঘাত প্রাপ্ত হয়েছেন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই সহিংসতার সূত্রপাত গত বৃহস্পতিবার। ডেনমার্কের কট্টর উগ্র ডানপন্থী রাজনৈতিক দলের নেতা রাসমুস পালুদান এক বিক্ষোভ সমাবেশ আয়োজনের পর সহিংসতা শুরু হয়। ইস্টার সপ্তাহান্তে সুইডেন জুড়ে বেশ কয়েকটি সমাবেশ করার অনুমতি পেয়েছিলেন তিনি। যেখানে তিনি পবিত্র কোরআন পোড়ানোর ঘোষণা দেন।

রাসমুসের এই সমাবেশ প্রতিহত করতে পাল্টা বিক্ষোভ শুরু হয়। তাতে সুইডেনের বেশ কয়েকটি শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ