বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৩ মাঘ ১৪৩১ ।। ৭ শাবান ১৪৪৬


রমজানে ইট ভাঙ্গার কাজ করায় মুখে ধুলা-বালি চলে যায়, এতে রোজার সমস্যা হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমি একজন শ্রমিক। ইট ভাঙ্গার কাজ করি। বছরের অন্যান্য সময়ের ন্যায় রমযান মাসেও কাজ করতে হয়। কাজ করার সময় মুখে কাপড় বেধে রাখি। তারপরও কিছু ধুলা নাকে-মুখে চলে যায়।

আমার জানার বিষয় হল, রোযা অবস্থায় উক্ত ইটের ধুলা নাকে-মুখে ঢুকার কারণে কি আমার রোযার কোনো ক্ষতি হবে?

উত্তর নাকে-মুখে ধুলা-বালু ঢুকার কারণে রোযার কোনো ক্ষতি হয় না। সুতরাং ইট ভাঙ্গার কাজ করতে গিয়ে নাকে-মুখে ধুলা ঢুকলেও রোযার কোনো ক্ষতি হবে না। তাই আপনি রোযা রেখে ঐ কাজ করতে পারেন।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৯৮৮৬; আলমাবসূত, সারাখসী ৩/৯৮; বাদায়েউস সানায়ে ২/২৩৮; মুখতারাতুন নাওয়াযিল ১/৪৭৪; আলবাহরুর রায়েক ২/২৭৩; ইমদাদুল ফাত্তাহ, পৃ. ৬৭৭।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ