সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

চোখে ঔষধ বা ড্রপ ব্যবহার করলে কি রোজা ভেঙ্গে যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রহমত, বরকত ও মাগফিরাতের সওগাত নিয়ে পবিত্র মাহে রমজান মুমিনের দ্বারপ্রান্তে। মহান আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য শ্রেষ্ঠ উপহার এ মাস। দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় একজন মুমিন তাকওয়ার গুনে গুনাণ্বিত হতে পারে। হতে পারে রাসুল সা. এর শ্রেষ্ঠ একজন উম্মত। লাভ করতে পারে ইহকালীন ও পরকালীন প্রভূত কল্যাণ। আল্লাহ ও তাঁর রাসূলের বাতলানো পন্থা ও সাহাবায়ে কেরামের নমুনায় রমজান পালনেই তা সম্ভব।

আওয়ার ইসলাম পাঠকের জন্য মাহে রমজান জুড়ে “মাসায়েলে রমজান” শিরোনামে প্রতিদিন গুরুত্বপূর্ণ কিছু মাসায়েল পাঠকের সমীপে উপস্থাপন করা হবে। নিয়মিত মাসায়েল লিখবেন, শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদরাসা চৌধুরীপাড়ার ইফতা বিভাগের মুশরিফ, মুফতি সাদেকুর রহমান।।



চোখে ঔষধ, ড্রপ সুরমা ও মলম ইত্যাদি ব্যবহার করলে রোজা ভঙ্গ হবেনা। যদিও এগুলোর স্বাদ গলায় উপলব্ধি হয়।
ইসলাম ও আধুনিক চিকিৎসা,৩২২।

কানে ঔষধ বা ড্রপ ব্যবাহার করলে কি রোজা ভেঙ্গে যাবে? কানে ড্রপ, ঔষধ, তৈল ও পানি ইত্যাদি প্রবেশ করালে রোজা ভঙ্গ হবেনা । ইসলাম ও আধুনিক চিকিৎসা;৩২২।

নাকে ঔষধ বা ড্রপ ব্যবহার করলে কি রোজা ভেঙ্গে যাবে? নাকে ড্রপ, ঔষধ ও পনি ইত্যাদি ঢুকিয়ে ভেতরে টেনে নিলে রোজা ভেঙ্গে যাবে। ইসলাম ও আধুনিক চিকিৎসা ৩২৩।

হেদায়া, ফতহুল কদির, ফাতাওয়া আলম গিরি ,ফাতাওয়া শামি, আল-বাহরুর রায়েক ইত্যাদি ফাতাওয়ার গ্রহণযোগ্য কিতাব সমূহে স্পষ্টভাবে উল্লেখ আছে যে, কানে ঔষধ বা তৈল ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে।

অথচ সমকালীন মুফতিয়ানে কেরামের ফতোয়া হল, রোজা ভঙ্গ হবেনা। এই জাতীয় রোজার আরো বেশ কিছু মাসআালায় সমকালীন মুফতিয়ানে কেরামের ফতোয়া পূর্বেকার ফুকাহায়ে কেরামের ফতোয়ার বিপরীত পরিলক্ষিত হয়। এখন প্রশ্ন হল এরুপ ভিন্নতা কেন?

এর উওর খুঁজার জন্যে এবং রোজার অন্যান্য আধুনিক মাসায়েল সমুহ সহেজ বুঝার জন্যে ভূমিকা স্বরুপ কিছু কথা পেশ করাকে অতিবও জরুরি মনে করছি। তাই আমি মারকাযুল বুহুস আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচলক, ও প্রধান মুফতি এবং জামি"য়া ইসলামিয়া দারুল উলূম ঢাকা (মসজিদুল আকবর) এর প্রিন্সিপাল, শাইখুল হাদিস ও প্রধান মুফতি আল্লামা মুফতি দিলাওয়ার হোসাইন এর তথ্যাবধানে রচিত "ইসলাম ও আধুনিক চিকিৎসা 'এর রোজা অধ্যায়ে লিখিত ভূমিকাটি বারংবার অধ্যয়ন করে পাশাপাশি ফাতাওয়ার অন্যান্য গ্রহনযোগ্য কিতাব সমূহ মুরা"জাআ করে তারই লেখিত ভূমিকাকে কিছুটা সংযোজন -বিয়োজন করে পাঠকের সমিপে পেশ করছি।

যদি তা সঠিক হয় তবে তা আল্লার পরম করুনা ও দয়া বৈকিছু নয়। আর কিছু ত্রুটি -বিচ্ছুতি হলে তা আমারই দূর্বলতার বহিঃপ্রকাশ মাএ। এতে কোনো ত্রুটি- বিচ্ছুতি পরিলক্ষিত হলে আমাকে জানানোর জন্য আহলে ইলমের প্রতি বিনিত আবেদন রইলো।

প্রথমে আমি পাঠক সমিপে ভুমিকাটি পেশ করব তারপর ধারাবাহিক ভাবে রোজার আধুনিক মাসায়েল সমুহ পেশ করব

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ