বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৬ শাবান ১৪৪৬


নিত্যপণ্যের আকাশ ছোঁয়া দাম, বিপাকে সাধারণ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মোঃ জোবায়ের হোসেন।।

দ্রব্যমূল্য বৃদ্ধির উপর ক্রেতা- বিক্রেতার সংলাপ:-

জাকির: মুগ ডাইল আছে মনির ভাই?
মনির: আছে। ১৬০ টাকা কেজি।

জাকির: গত সপ্তাহে নিলাম ১৫০ টাকা কইরা আর আজ ১৬০ টাকা ক্যান?
মনির: পাইকারি বাজারে দাম বাড়ছে। আমরা কী করুম?

জাকির: তোমরা কিছু করবা না! আমরা সীমিত আয়ের মানুষরা বাঁচমু কেমনে?
মনির: এর মধ্যেই বাঁচতে অইব। গাড়ি ভাড়া যেইভাবে বাড়ছে, মাল আনতেই অনেক ভাড়া খরচ অইয়া যায়।

জাকির: হঠাৎ আবার গাড়ি ভাড়া বাড়ল কেন?
মনির: এইডাই তো বাঙালির স্বভাব। অবরোধের কথা কইয়া একবার গাড়ি ভাড়া বাড়ছে, হেইডা আর কমনের নাম নাই।

জাকির: দেহেন ১৫০ টাকা কইরা রাখা যায়নি। এই দেশে আর বাঁচা যাইব না। জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, না খাইয়া থাকতে অইব।
মনির: কী করবেন! দুনীতিবাজদের কাছে তো পয়সার অভাব নাই। হেরাই বাজার চালায়।

-কেএল


সম্পর্কিত খবর