সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

যে ৬ দফা দাবিতে বিক্ষোভে নেমেছেন কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

৬ দফা দাবিতে বিক্ষোভে নেমেছেন কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা। আগামী  ২৪ ঘন্টার মধ্যে দাবি না মানলে বেফাক ও হাইয়াতুল উলইয়ার পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে।

তাদের ছয় দফা দাবির মধ্যে অন্যতম হলো মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সাথে অশোভন আচরণকারী কমিটির সদস্য মু. ফয়সালকে স্থায়ীভাবে বহিষ্কার করা।

ছাত্রদের দাবিগুলো মাদ্রাসার মুহতামিম বরাবর পেশ করা হয়েছে। শিগগির মাদ্রাসা কর্তৃপক্ষ বৈঠকের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে জানা গেছে।

যে ৬ দফা দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা:

১ জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম কুমিল্লার বর্তমান মজলিসে শুরা ও মজলিসে আমেলার সদস্য মু. ফয়সালকে অনতিবিলম্বে জামিয়ার মজলিসে শুরা ও আমেলাসহ সকল কমিটি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে৷

২৷ বিগত দিনে ছাত্র ও শিক্ষকদের সাথে কৃত বেয়াদবীমূলক আচরণের জন্য সকলের সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে৷

৩৷ জামিয়ার মজলিসে শুরা ও মজলিসে আমেলাসহ অন্যান্য কমিটির সদস্যরা এককভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না৷

৪৷ জামিয়ার যেকোন কমিটির সদস্য জামিয়ার ছাত্র ও শিক্ষকদের দায়িত্ব আদায়/অনাদায়ের ক্ষেত্রে সরাসরি কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না৷ কোন অভিযোগ বা আপত্তি থাকলে, তা জামিয়ার মুহতামিম সাহেবকে অবহিত করবে৷

৫৷ জামিয়ার যেকোন কমিটির সদস্যগণ ছাত্র ও শিক্ষকদের যেকোনো অন্যায় বা অপরাধের কারনে ছাত্র ও শিক্ষককে কোন প্রকারের হুমকি-ধমকি, বকাঝকা ও প্রহার করতে পারবে না৷

৬৷ জামিয়ার সিসি ক্যামেরার শতভাগ নিয়ন্ত্রণ জামিয়ার মুহতামিম বা শিক্ষকদের কাছে থাকবে, বহিরাগত কারো কাছে সিসি ক্যামেরার মনিটর বা নিয়ন্ত্রণ থাকতে পারবে না৷

উপরোক্ত আমাদের দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মানা না হবে, ততক্ষণ আমরা মাঠ ছাড়বো না এবং বেফাক, হাইয়া ও মাদরাসার বার্ষিক পরীক্ষাসহ সকল পরীক্ষা বর্জনের ঘোষণা দিলাম৷

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ