জুলফিকার জাহিদ।।
উপমহাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরার সদস্য ও গুজরাটের প্রশিদ্ধ আলেম মাওলানা নিজাম উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাওলানা নিজাম উদ্দিন কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তিনি দারুল উলুম দেওবন্দের সাবেক উস্তাদ মাওলানা গোলাম রসুল খামোশ-এর সাহেবজাদা ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তার ইন্তেকালের খবরে দারুল উলুম দেওবনসহ পুরো উপমহাদেশ শোকে ছেয়ে গেছে।
দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী সদরুল মুদাররীসিন মাওলানা সাইয়েদ আরশাদ মাদানী তার ইন্তেকালে শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় তারা বলেছেন, মাওলানা নিজাম উদ্দিনের ইন্তেকাল দারুল উলুম দেওবন্দ ও ইসলামী বিশ্বের ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় তারা প্রথিতযশা এই আলেমের ইলমী খেদমত স্মরণ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
সূত্র: হিন্দুস্তান উর্দু টাইমস।
এনটি