সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
দেহব্যবসা নিষিদ্ধ করার পেছনে ইসলামী দর্শন নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

অমুসলিম মেহমানের সম্মানে একজন মুসলমানের ভূমিকা: শাইখুল হিন্দ রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

হজরত মাওলানা মাহমূদ রামপুরী রাহিমাহুল্লাহু তায়ালা বলেন, একবার আমি এবং একজন হিন্দ তহসিলদার কোন প্রয়োজনে দেওবন্দ যাই। আমি শাইখুল হিন্দ হজরত মাওলানা মাহমূদ হাসান দেওবন্দী রাহিমাহুল্লাহু তায়ালার এখানে মেহমান হই। আর হিন্দ লোকটি তার ভাইয়ের বাড়ি থেকে খেয়ে একসাথে ঘুমানোর জন্য আমার কাছে দেওবন্দ চলে আসে। আমার সাথে ঘুমানোর জন্য তাকেও একটি চৌকি দেওয়া হলো।

যখন সকলেই ঘুমে পড়লো, তখন আমি দেখতে পাই, হজরত শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহু তায়ালা ঘর থেকে আমাদের কাছে চলে আসেন। আমি শুয়ে শুয়ে তিনি কী করেন দেখতেছিলাম।

আর মনে মনে ভাবছিলা, যদি তিনি কোন ভারি কাজ করেন, তাহলে আমি ওঠে হজরতকে সহযোগিতা করবো। নাহয়, খামাকা আমি সজাগ আছি বিষয়টি হজরতকে জানিয়ে কেনো পেরেশান করবো।

আমি এই ভেবেই চুপচাপ শুয়ে আছি। তখন আমি দেখতে পাই, তিনি আস্তে আস্তে হিন্দু লোকটির চৌকির দিকে যাচ্ছেন। সেখানে গিয়ে তিনি চৌকিতে বসে হিন্দু লোকটির পা দাবানো শুরু করে দেন। আর হিন্দু লোকটি আরাম পেয়ে নাক ডেকে ঘুমাতে লাগলো।

তখন আমি ওঠে পড়ে হজরতের কাছে গিয়ে বলি, হজরত! আপনি কষ্ট করবেন না। আমি তার পা দাবিয়ে দিচ্ছি। হজরত শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহু তায়ালা তখন আমাকে বলেন, ‘আরে তুমি যাও। তুমি গিয়ে শুয়ে থাকো। সে আমার মেহমান। আমি নিজেই এই খেদমত আঞ্জাম দিবো’।

হরজত মাহমূদ রামপুরী রাহিমাহুল্লাহু তায়ালা বলেন, তো আর কী করা। আমি বাধ্য হয়েই তখন চুপ হয়ে যাই। আর এই দিকে তিনি ওই হিন্দু লোকের পা দাবিয়েই যাচ্ছিলেন। হজরতের মধ্যে বিনয়ের গুণ অনেক বেশি ছিলো। সূত্র: আরওয়াহে সালাসা: পৃ.২৭০

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ