সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
দেহব্যবসা নিষিদ্ধ করার পেছনের ইসলামী দর্শন নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

দুনিয়া গ্রাস করে নেওয়ার ভয়ে হজরত আবু বকর সিদ্দীক রা. যেভাবে কান্না করতেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

সাইয়েদিনা হজরত আবু বকর সিদ্দীক রাজিয়াল্লাহু তায়ালা আনহুর ঘটনা। তিনি একদিন পান করার জন্য পানি নিয়ে আসতে বলেন।

পানি এবং মধু নিয়ে আসা হলো। পান করার জন্য মুখের কাছে নিয়ে পানির পাত্রটি সরিয়ে নিয়ে কান্না শুরু করে দেন। তাঁর কান্না দেখে সাথে থাকা সাথীরাও কান্না শুরু করে দেন। তাঁরা এক পর্যায়ে কান্না থামিয়ে দেন। কিন্তু তিনি কান্না করেই চলছেন। সাথীরা ধারনা করলেন, তাঁরা হয়তো তাঁর চাহিদা বুঝতে পারেননি।

তাই তিনি এইভাবে কান্না করতেছেন।তারপর যখন তিনি কান্না থামালেন, তখন তাঁরা বললো, হে রাসূলের খলিফা! কোন জিনিস আপনাকে কান্না করতে উদ্ভুদ্ধ করলো?

উত্তরে তিনি বলেন, ‘আমি হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলাম। হঠাৎ আমি হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লামকে নিজের কাছ থেকে কোন একটা জিনিস হাত দ্বারা সরাতে দেখতে পাই। অথচ, তখন আমি তাঁর সাথে সরানোর মতো কাউকে দেখিনি। তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি কী জিনিস সরালেন? অথচ, আপনার কাছে তো কাউকে দেখিনি?

উত্তরে হুজুর সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘সেটি দুনিয়া ছিলো। সে আমার কাছে আকৃতি ধারন করে এসেছিলো। আমি তাকে বললাম, তুমি আমার থেকে দূরে যাও। সে দূরে সরে যায়। কিন্তু আবার সে ফিরে আসে।

ফিরে এসে আমাকে বললো, শুনুন! যদিও আপনি আমার থেকে নিষ্কৃতি পেয়ে গেছেন, কিন্তু আপনার পরে যারা আসবে তারা কিছুতেই আমার আক্রমন থেকে নিষ্কৃতি পাবে না’।

হজরত আবু বকর সিদ্দীক রাজিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, এই কথাটি মনে পড়ে যাওয়ায় আমার কান্না চলে আসে। নাজানি এইসব বিলাসিতার কারণে আমাকেও দুনিয়া পাকড়াও করে ফেলেছে কী না— এই ভয়ে চোখে কান্না চলে এসেছে।

সূত্র: উসদুল গাবা: খ.৩ পৃ.২২১

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ