সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’

হজরত মানসূর বিন মু‘তামির রহ. এর পরকাল ভাবনা ও মুজাহাদার বেনজির উপমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।। তিনি রাতে ছাদের উপর ওঠে নামায পড়তেন৷ যখন তিনি ইন্তেকাল করেন, তখন প্রতিবেশীর এক মেয়ে তার বাবাকে বললো, বাবা! ওই ছাদের উপর যে একটি খুঁটি ছিলো, সেটি তো এখন দেখি না৷ উত্তরে বাবা বললো, সেটি খুঁটি ছিলো না৷ তিনি বুজুর্গ মানসূর বিন মু‘তামির ছিলেন৷ তিনি ছাদে ওঠে সারা রাত নামায পড়তেন৷

ষাট বছর যাবত তিনি দিনে রোযা রাখতেন আর রাতে নামায পড়তেন৷

রাতের অধিকাংশ সময় তিনি রোনাজারি কান্নাকাটি করতেন৷ অধিক কান্নার কারণে তাঁর উপর ঘরবাসীর দয়া চলে আসতো৷ কিন্তু তিনি সকাল হলেই চোখে সুরমা দিয়ে, তেল ব্যবহার করে অত্যন্ত প্রফুল্ল-সতেজ দেহ ও মন লোকজনের সামনে বের হতেন৷ যেনো লোকেরা ভাবে তিনি সারা রাত অত্যন্ত আরামের সাথে ঘুমিয়েছেন৷ মূল উদ্দেশ্য ছিলো, তাঁর রাতের ইবাদত যেনো লোকজনের অজানা থাকে৷

তিনি বলতেন, যদি এই কথা মেনে নেওয়া হয় যে, দুনিয়ার ভালোবাসা ছাড়া আমাদের আর কোন গুনাহ নেই, তবুও এই গুনাহটিই আমাদেরকে জাহান্নামের উপযুক্ত করে দিতে পারে৷

তিনি আলেমদেরকে বলতেন, আপনারা তো ইলমের স্বাদ গ্রহণ করেন নিজেরা শুনে এবং অন্যদেরকে শুনিয়ে অথচ ইলম দ্বারা মূল উদ্দেশ্য হলো, আমল৷ যদি আপনার ইলম অনুযায়ী আমল করতেন, তাহলে দুনিয়া হাসিল থেকে বিরত থাকতেন৷ কারণ, ইলমের মধ্যে এমন কোন অংশ নেই, যা দুনিয়াকে ভালোবাসার দিকে উৎসাহিত করতে পারে৷

তিনি বলতেন, সবচেয়ে দুনিয়া বিমূখতা হলো, মানুষের সাথে ওঠাবসা ও তাদের খাতির-তাওয়াজু থেকে নিজেকে বিমূখ করে রাখা৷

তিনি দুআয় বলতেন, আয় আল্লাহ তায়ালা! আপনি আমাকে সন্তান দিবেন না৷ সম্পদ দিবেন না৷ ঘরবাড়ি দিবেন না৷ কোন খাদেম দিবেন না৷ এমনকি যেসব জিনিস আপনি দিয়েছেন এবং সেগুলো থেকে যেগুলোকে অপছন্দ করেন, সেগুলোও আমার কাছ থেকে সরিয়ে নেন৷

সূত্র: আকওয়ালে সালফ

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ