রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত নারী সংস্কার কমিশন ও প্রস্তাবনা বাতিলের দাবি খেলাফত মজলিসের

ঢাবি ও গুচ্ছের পর এবার ইবিতেও ১ম মাদরাসা শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ-ইউনিট ও গুচ্ছ ভর্তি পরীক্ষার খ-ইউনিটে প্রথম হয়েছিলেন রাজধানীর ডেমরায় অবস্থিত দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার দুই শিক্ষার্থী জাকারিয়া ও সাফওয়ান। এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষাতেও প্রথম স্থান অধিকার করেছেন প্রতিষ্ঠানটির আর এক শিক্ষার্থী আহবাবুর রহমান বায়েজিদ।

মঙ্গলবার (৯ নভেম্বর) ইবির ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভূক্ত ‘ডি’ ইউনিটের অধীন ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে মোট পরীক্ষা দিয়েছিলেন ১ হাজার ১৪০ জন। যার মধ্যে পাশ করেছেন ৬৬৮ জন।

এতে প্রথম স্থান অধিকার করেছেন, আহবাবুর রহমান বায়েজিদ ও দ্বিতীয় স্থান অধিকার করেছেন, কামরুল ইসলাম সালেহী এবং তৃতীয় স্থান অধিকার করেছেন, মোঃ মেহেদী হাসান। তারা তিনজনই রাজধানীর ডেমরায় দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী।

প্রতিষ্ঠানটি থেকে শিক্ষার্থীদের সাফল্যের কারণ সম্পর্কে মাদরাসাটির প্রিন্সিপাল আখম আবুবকর সিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন “আল্লাহর মেহেরবানি, মানুষের দোয়া, ছাত্রদের চেষ্টাতেই সম্ভব হয়েছে। আমরা যেন এই ধারাবাহিকতা ভবিষ্যতে ধরে রাখতে পারি সে জন্য দোয়া করবেন।”

ঢাবি ও গুচ্ছের পরে এবার ইবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়ার খবরে ফেসবুকে প্রশংসার ঝড় উঠেছে। মাদ্রাসার শিক্ষার্থীরাও যেকোন প্রতিযোগিতায় সবার আগে থাকতে পারে, তার বাস্তব প্রমাণ দারুন নাজাত মাদরাসা ও তার শিক্ষার্থীরা। তাই অনেকেই মাদরাসা শিক্ষাকে অবহেলা না করারও অনুরোধ জানান।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ