আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপ মঞ্চে ভারতের বিপক্ষে কোনো জয়ই ছিল না পাকিস্তানের। সেই পাকিস্তানই বিরাট কোহলিদের ১০ উইকেটের বড় ব্যবধানে ঐতিহাসিক জয় ছিনিয়ে এনেছে।।
এমন দুর্দান্ত ও ঐতিহাসিক জয়কেও ছাপিয়ে গেছে যে বিষয়টি তা হলো, পানি পানের বিরতিতে ম্যাচ জয়ের অন্যতম নায়ক পাক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের নামাজ আদায়ের ঘটনাটি। যা কোটি ভক্তের হৃদয় জয় করেছে।
এই ব্যাটসম্যান যখন নামাজ আদায় করছিলেন তখন পানি পানে ব্যস্ত ছিল ভারতের দুই ব্যাটসম্যানসহ নিজ দলের অন্য ক্রিকেটাররা।
এ সময় পানি পানের বিরতি দিলে সেই সুযোগে পাকিস্তানের উইকেটকিপার রিজওয়ান তার গ্লাভস এবং হেলমেট খুলে মাঠের মাঝখানে হাঁটু গেড়ে বসে মাগরিবের নামাজ আদায় করেন। লাইভ চলাকালীন একজন খেলোয়াড়ের আপন রবের প্রতি এই আত্মসমর্পণের দৃশ্য গোটা মাঠে এক অন্যরকম আবহের তৈরি করে। গ্যালারি দর্শকরাও চিৎকার-চ্যাচামেচি ছেড়ে অন্যরকম অনুভূতিতে মিশে যান।
রিজওয়ানের এই নামাজ আদায়ের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামে ভিডিওটি সয়লাব এখন। রিজওয়ানের ভূঁয়সী প্রশংসায় মেতেছেন নেটিজেনরা।
এনটি