রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ।। ৭ পৌষ ১৪৩১ ।। ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিরোনাম :

থ্রি-জি সেবা থেকে সরে যাচ্ছে রবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের প্রথম মোবাইল অপারেটর হিসেবে তৃতীয় প্রজন্মের ইন্টারনেট সেবা (থ্রি-জি) থেকে সরে যাচ্ছে রবি। এজন্য সময়সীমা করে দিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২৩ সালের মধ্যে থ্রি-জি সেবা পর্যায়ক্রমে বন্ধ করে দেবে বলে জানিয়েছে রবি। প্রক্রিয়াটি শুরু হবে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর থেকে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ খবর জানায় অপারেটরটি। তারা মনে করছে, আগামী কয়েক দশক ধরে ফোর-জি সেবা আদর্শ মানদণ্ড হিসেবে বিবেচিত হবে। তাই এখন থেকে তারা ফোর-জিতে বেশি জোর দেবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, থ্রি-জি প্রযুক্তি থেকে সরে যাওয়ার প্রক্রিয়ায় রবির নিয়মিত ভয়েস সেবাগুলো প্রভাবিত হবে না। যে অঞ্চলগুলোতে এই প্রক্রিয়াটি শুরু হবে সে অঞ্চলের যেসব গ্রাহকের মোবাইল ডেটা এখনও থ্রি-জি নেটওয়ার্কে সীমাবদ্ধ রয়েছে তাদের ফোর-জিতে উন্নীত হওয়ার জন্য বলা হবে। পাশাপাশি বিভিন্ন অফার দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফোর-জি সাইট চালুর মাধ্যমে ইতোমধ্যে ১৪ হাজারের বেশি জনসংখ্যার ৯৮ শতাংশকে নেটওয়ার্কের আওতায় এনেছে রবি।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ