সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

যে নিয়মে তামরীন করলে নাহু-ছরফের দুর্বলতা কাটবে সহজেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন:

আমি কাফিয়া জামাতের একজন ছাত্র। আমার অসুবিধা হল-

আমি নাহু এবং ছরফ-এর কাওয়ায়েদগুলো মুখস্থ করেছি এবং ভালোভাবে বুঝেছি। কিন্তু আমি এখনও সহীহ শুদ্ধভাবে ইবারত পড়তে পারি না। তাই ইবারত সহীহভাবে পড়ার জন্য আমাকে কী করতে হবে? নাকি আদব বিভাগে ভর্তি হতে হবে?

উত্তর:

একদম না। প্রতিদিন বিশ-পঁচিশ মিনিট করে ‘আননাহবুল ওয়াজিহ’ কিংবা ‘আততরীক ইলান নাহব’-এর সাহায্যে নাহবী তামরীন করবেন এবং ‘আততরীক ইলাছ ছরফ’ এর সাহায্যে ছরফী তামরীন করবেন। এই দু’বিষয়ের তামরীন ফলপ্রসূ হওয়ার জন্য যদি ‘আততরীক ইলাল আরাবিয়্যাহ’ এবং ‘আততামরীনুল কিতাবী আলাত তরীক ইলাল আরাবিয়্যাহ’ প্রয়োজন হয় তবে তা-ও সঙ্গে রাখবেন।

[caption id="" align="aligncenter" width="324"]May be an image of text that says 'অভিজাত প্রকাশনি মাকতাবাতুত তাকওয়ার সকল দরসি বই এবং গায়রে দরসি বইয়ে দেওয়া হচ্ছে বিশাল মূল্য ছাড়। যে কোন বই অর্ডার করতে লিং্ক এ ক্লিক করুন। SALE যোগাযোগ: 50% 01962415070 て২ 15% DISCOUNT 10 ENSCOUNT' বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।[/caption]

আপনার দরসের কোনো আরবী কিতাব থেকে প্রতিদিন তিন-চার লাইন খাতায় লিখবেন। এরপর চিন্তা-ভাবনা করে প্রয়োজনে ‘নাহবেমীর’ ও ‘ইলমুছ ছীগা’ এর সাহায্য নিয়ে এই বাক্যগুলোর‘নাহবী’ ও ‘ছরফী’ তাহকীক করবেন। ই’রাব লাগাবেন এবং বাংলায় তরজমা করবেন। এটাও তামরীনের একটি পদ্ধতি।

[caption id="" align="aligncenter" width="350"]May be an image of text বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।[/caption]

দশ পনের দিন এভাবে মেহনত করে দেখুন। ইনশাআল্লাহ কিছু কিছু সুফল পেতে শুরু করবেন।

সূত্র: আল কাউসার।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ