আহমদ আলী।।
বিদ্যমান শিক্ষা কাঠামোর সংস্কার ও চলমান সংকট নিরসনের দাবিতে শিক্ষা সমাবেশের আয়োজন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
আগামীকাল১৭ সেপ্টেম্বর শুক্রবার (বাদ জুমা) শাহবাগ জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক মাওলানা নুরুল বাশার আজিজী।
তিনি জানান, বাংলাদেশে শিক্ষার দৈন্যদশা, বিগত ৫০ বছরেও সংকট কাটিয়ে উঠতে না পারার কারণ চিহ্নিত করা, এবং এসব সংকট নিরসনে বিভিন্ন প্রস্তাবনা, কোরআন হাদিসের আলোকে শিক্ষার গুরুত্ব তুলে ধরাসহ আরো বেশ কিছু বিষয় নিয়ে আয়োজিত হবে আগামীকালের শিক্ষা সমাবেশ।
এতে উপস্থিত থাকবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সেক্রেটারি জেনারেল শেখ মোঃ আল-আমিন, কেন্দ্রীয় সভাপতি নুরুল করিম আকরাম, কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, কেন্দ্রীয় মহানগর নেতৃবর্গসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
এটি/ এনটি