শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৪ মাঘ ১৪৩১ ।। ৮ শাবান ১৪৪৬


আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার নিদর্শনসমূহ: আল্লামা আশরাফ আলী থানবী রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাকসুদুর রহমান সাইমন। আশরাফ আলী থানবী রহ. বলেন, আল্লাহ তায়ালার বিশেষ ও মাকবুল বান্দাগণ তাঁর আনুগত্য ও বন্দেগীর মধ্যে অপার্থিব স্বাদ লাভ করে থাকেন।

যার ফলে তারা দুনিয়ার এ সমস্ত রাজত্বের প্রতি কোনো ভ্রুক্ষেপ করেন না। তারা রাজত্ব পেলেও দুআ করেন যে,হে আল্লাহ, শুধু আপনার বন্দেগী এবং আনুগত্যের স্বাদও রুচি দান করুন।

দুনিয়ার প্রভাব- প্রতিপত্তি ও জাঁকজমক আমার প্রয়োজন নেই। এই জন্য তারা সেচ্ছায় অভাব অনটনের জীবন গ্রহণ করে থাকেন। তাদের কথা ও কাজে নিম্নের কবিতাটি বাস্তবে পরিণত হয়- ' দুইশ' রাজ্যের সম্পদের চেয়ে আল্লাহকে সিজদা করার স্বাদ অধিকতর মিষ্টি।

হে আল্লাহ, আমি আপনার কাছে দুনিয়ার রাজত্ব চাই না। আমি আপনার কাছে প্রকৃত মুসলমানের সিজদার রাজত্ব চাই। রাজা-বাদশারা দুনিয়ার রাজত্বের ঝামেলার কারণে বন্দেগীর শরাবের গন্ধও লাভ করতে পারে না।

অন্যথায় তারাও প্রেম -মদিরার মাদকতায় রাজত্ব নিরদ্বিধায় দূরে নিক্ষেপ করতো।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ