শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

অনন্য ১১ বৈশিষ্ট্য নিয়ে বাজারে এসেছে ‘তাফসিরে জালালাইন শরিফ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাজারের চলে এসেছে মাকতাবাতুত তাকওয়া থেকে প্রকাশিত তাফসিরে জালালাইন শরিফ । যে সকল তালিবুল ইলম ভাইগন আমাদের কিতাবটির অপেক্ষায় এতদিন প্রহর গুনছিলেন। সে সকল ভাইদেরকে বলছি আপনার দেরি না করে এখনই সংগ্রহ করুন আমাদের প্রকাশিত তাফসিরে জালালাইন শরিফ কিতাবটি।

এই কিতাবটি বাজারের অন্যান্য কিতাব থেকে সম্পূর্ণ আলাদা আঙ্গিকের, ভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত এবং বাজারের সেরা জালালাইন নোসখা ।

এই কিতাবটির বিশেষ বৈশিষ্ট্য এইযে, কিতাবটির তাসহীহ, তাখরিজ, তাহকিক, তানকিহ করেছেন মারকাযুদ দাওয়ার স্বনামধন্য সম্মানিত উস্তাদ মাওলানা সাঈদ আহমদ সিরাজী সাহেব ।

কিতাবটি আমাদের নিজস্ব কম্পিউটারে কম্পোজ করা, যা মাকতাবতুল বুশরার কপি থেকে সম্পূর্ণ আলাদা।

সংস্করণটির বৈশিষ্ট্যসমূহ :
১. কোরআনের গরিব/দুর্লভ শব্দসমূহের শাব্দিক বিশ্লেষণ।
২. তাফসীর অংশের সকল রেওয়ায়েত ও হাসিয়া অংশের মারফু হাদিসগুলোর সংক্ষিপ্ত তাখরিজ। এই দুইটি নতুন সংযোজন হাসিয়ার মাঝে মাঝে زينة الكوكبين في حاشية الجلالين বা (সংক্ষেপে) زينة الكوكبين নামে দুই বন্ধনীর মাঝে [...] বৃদ্ধি করা হয়েছে।
৩. মতনে কোরআনকে রাসমে ওসমানী অনুযায়ী রাখা হয়েছে।
৪. এটি আলংকারিক বন্ধনীর ﴾ ﴿ মধ্যে লাল রঙে দেয়া।
৫. ধারাবাহিক আয়াতগুলোতে প্রতিটি নতুন প্রসঙ্গ নতুন প্যারায় বিন্যাস করা হয়েছে।
৬. মুসান্নিফ দুজন যে কেরাত অবলম্বন করেছেন সেটি কালো রঙে বহাল রাখা হয়েছে। বরাবর পাশে হাফসের ক্বেরাতটি লাল রঙ দিয়ে লেখা হয়েছে।
৭. তাফসির অংশে প্রয়োজনীয় হরকত প্রদান।
৮. এই অংশে আরবীর সমসাময়িক বানানরীতি অনুসরণ করা হয়েছে।
৯. শুরুতে গবেষণালব্ধ একটি বিস্তারিত ভূমিকার সংযোজন আছে।
১০. লাল ও কালো, উভয় রঙের এই সংস্করণ।
১১. চমৎকার ও চিত্তাকর্ষক বৈশিষ্ট্যসহ শিক্ষার্থীদের‌ জন্য দারুণ সহায়ক হয়েছে।

হাদিয়া:৭০০টাকা।
১৫% ডিসকাউন্ট।
প্রকাশনায়: মাকতবাতুত তাকওয়া ।
ঘরে বসে কিতাবটি পেতে যোগাযোগ করুন: 01962415070

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ