শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২৪ মাঘ ১৪৩১ ।। ৮ শাবান ১৪৪৬


জিলহজ্জ মাসের ৯ তারিখের রোজা কোন দেশের হিসেবে রাখবে: মুফতি তাকি উসমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জিলহজ্জ মাসের ৯ তারিখের রোজা কোন দেশের হিসেবে রাখবে, কখন রাখবে, এ বিষয়ক মতানৈক্য দীর্ঘদিনের। কেউ কেউ সৌদি আরবে হাজীদের আরাফার ময়দানে অবস্থানের দিন রোজা রাখার কথা বলেন।

বিপরীতে মুহাক্কিক উলামায়ে কিরাম যে দেশে যিনি আছেন তাদের চাঁদের হিসাবে ৯ তারিখে রোযা রাখার কথা বলেন। কেননা রাসুল সা. ইরশাদ করেন صوموا لرؤيته وافطروا لرؤيته তোমরা চাঁদ দেখে রোযা রাখ এবং চাঁদ দেখেই রোযা রাখা বন্ধ কর। উক্ত হাদীসে রোযা পালন করা কে চাঁদের সাথে যুক্ত করা হয়েছে।

তাছাড়া হাজিদের আরাফায় উকুফের দিন সবার জন্য রোজার বিধান দেওয়া হলে, যে দেশে সৌদি আরবের একদিন পূর্বে চাঁদ উঠে তারা কিভাবে রোযা রাখবে?

হাজিদের আরাফায় অবস্থানের দিন তো তাদের হিসাবে ঈদের দিন। তাহলে তারা কি ঈদের দিন রোযা রাখবে? তদুপরি আহ্নিক গতির তারতম্যের কারনে হাজীদের আরাফায় অবস্থানের সময়টা কোথাওবা রাত। তাহলে সে সময়টা কারো হিসাবে রাত হলে তবুও তারা কি রাতেই রোজা রাখবেন?

তাছাড়া উকুফে আরাফার ফজীলত তো হাজীদের জন্য। তাদের জন্য সিয়াম পালন মাকরুহ্।যা রা হাজী নন তারা সিয়ামের মাধ্যমে সে বরকত লাভে সচেষ্ট হবে। আর নামায রোজা তো প্রত্যেকের নিজ এলাকার সাথে সম্পৃক্ত ইবাদাত।

যেমন তাকবীরে তাশরীক সবাই নিজ দেশের সময়ানুযায়ী নয় জিলহজ্জ ফজর থেকে শুরু করে। তেমনি সিয়াম ও নিজ অঞ্চলের নয় তারিখেই পালন করবে। সূত্র: দারুল উলুম করাচির ফেসবুক পেজ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ