বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৬ শাবান ১৪৪৬


ইসরাইলি বাহিনীর গুলিতে ফের নিহত ১ ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরাইল বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। জানা যায়, নিহত মোহাম্মদ ফরিদ হাসান ২০ বছর বয়সী তরুণ। তিনি কুসরা গ্রামের বাসিন্দা।

শনিবার সন্ধ্যায় পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে কুসরা গ্রামে ইসরাইলি বাহিনীর সাথে সংঘর্ষের সময় এই হতাহতের ঘটনা ঘটে বলে জানায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্থানীয় বার্তা সংস্থা ওয়াফার খবরে বলা হয়, ওই গ্রামের কাছাকাছি ইসরাইলি বসতি থেকে বসতি স্থাপনকারীরা এসে তাণ্ডব চালায়। ইসরাইলি সৈন্যরা এই সময় বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দেয়। স্থানীয় ফিলিস্তিনিরা এই তাণ্ডব প্রতিরোধে দাঁড়ালে ইসরাইলি সৈন্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এই সময় বুকে গুলিবিদ্ধ হয়ে ফরিদ হাসান নিহত হন।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ