সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

গ্যাস সরবরাহে বিশ্বে শীর্ষে ইরান: রুহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নানা কারণে প্রায় প্রতিদিনই আন্তর্জাতিক গণমাধ্যমের উঠে আসছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান। পশ্চিমা দেশগুলোর প্রতিবন্ধকতার পরেও বিভিন্ন ক্ষেত্রে দেশটির অগ্রগতি উল্লেখ করার মতোই।

এবার বিদায়ের পথে থাকা ইরানি প্রেসিডেন্ট ড. হাসান রুহানি জানালেন, গ্যাস সরবরাহে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে তার দেশ। আজ বৃহস্পতিবার কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

৯৫ শতাংশের বেশি ইরানি গ্যাস সরবরাহের আওতায় এসেছে উল্লেখ করে হাসান রুহানি বলেন, এত বিপুল সংখ্যক মানুষকে সরাসরি গ্যাসের সুযোগ দেয়ার ঘটনা বিশ্বে নজিরবিহীন। গত ৮ বছরে দেশটির গ্রামাঞ্চলে গ্যাস সরবরাহ ৫ গুণ বেড়েছে জানিয়ে তিনি বলেন, অন্য কোনো দেশের ক্ষেত্রে এমন সাফল্য দেখা যায়নি।

তেল-গ্যাস খাতে মানুষের অধিকার বাস্তবায়নে জোর দেয়া হয়েছে জানিয়ে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেন, আজ যেসব প্রকল্পের উদ্বোধন করা হয়েছে, তা গ্যাস সরবরাহ প্রায় শতভাগ নিশ্চিত করবে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় পরিবেশ রক্ষায় গুরুত্ব দেয়ার কথা সামনে এনে তিনি আরো বলেন, বৈশ্বিক মান পুরোপুরি নিশ্চিত করে পেট্রোল উৎপাদন ও ব্যবহার করে আসছে তেহরান।

সম্প্রতি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাইয়েদ ইব্রাহিম রায়িসি ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। বিপুল বিজয় নিয়ে দেশটির ১৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। তাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী ও বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানি। খবর পার্সটুডের।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ