সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

৫৫% ছাড়ে ইত্তেহাদের অনলাইন বইমেলা থেকে কিনুন ফাতাওয়া মুঈনুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দারুল উলুম হাটহাজারী মুখপত্র প্রকাশনা আরম্ভ হয় ১৯৩৪ সালে। তবে ১৯৯১ সাল থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়ে আসছে দেশের প্রাচীনতম ইসলামী তাহযীব-তামাদ্দুনবিষয়ক পত্রিকা 'মাসিক মুঈনুল ইসলাম'। পত্রিকাটি অন্যতম একটি বিভাগ হলো— ‘জিজ্ঞাসা-সামাধান’। জিজ্ঞাসা-সমাধান বিভাগে অজস্র ফাতওয়া প্রকাশিত হয়েছে। নিত্য জীবনের নানা বিষয়ের প্রশ্ন-উত্তর এতে স্থান পেয়েছে।

আল্লামা আহমদ শফী রহ.-এর দিকনির্দেশনায় দারুত তাসনীফের সদস্যবৃন্দ ১৯৯১ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রকাশিত পত্রিকার ভলিউম থেকে তহারাত ও সালাতের মাসআলাগুলো পৃথক করেন এবং দলীল-আদিল্লাহর তাখরীজ করেন। ফাতওয়াগুলোকে নতুনভাবে বিন্যস্ত করে প্রকাশক করেন ‘ফাতাওয়া মুঈনুল ইসলাম' গ্রন্থটির প্রথম খন্ড।

প্রথম খন্ডটি দু’ভাগে বিন্যস্ত করা হয়েছে। প্রথমভাগে স্থান পেয়েছে তহারাত সংশ্লিষ্ট বিষয় তথা: পানির বিধান, অযুর বিধান, গোসলের বিধান, তায়াম্মুমের বিধান, মোজার উপর মাসাহ, হায়েজ-নেফাস, নাজাসাত-নাপাকী এবং ইসতিনজা।

দ্বিতীয়ভাগে সালাত সংশ্লিষ্ট বিধান তথা: নামাযের সময় সমূহ, আযান-ইকামত, নামাযের পদ্ধতি,ইমামতের বিধান, জামায়াত ও মাসবুকের নামায,কিরাআত, নামায ভঙ্গের কারণ, নামায মাকরূহ হওয়ার বিধান, বিতির নামায,সুন্নত-নফল, তারাবীহ, সাহু সেজদার বিধান, সেজদা তিলাওয়াত, কাযা নামায, অসুস্থ ব্যক্তির নামায, মুসাফিরের নামায, জুমুআর নামায, ঈদের নামায এবং জানাযার বিধান।

সম্পূর্ণ নতুনরূপে তাহযীব ও সম্পাদনা, আয়াত ও নির্ভরযােগ্য-আমলযােগ্য হাদীস সংযােজন, ফিকহের কদীম ও নির্ভরযােগ্য কিতাব থেকে উদ্ধৃতি, সাবলীল উপস্থাপনা, দারুল ইফতার মুফতিয়ানে কেরামের সত্যায়নসহ নানা বৈশিষ্ট্যে সংকলনটি অনন্য।

এক নজরে বই

বই: ফাতাওয়া মুঈনুর ইসলাম

লেখক: ইফতা বিভাগ দারুল উলুম হাটহাজারী

প্রকাশনায়: ইত্তিহাদ

মুদ্রিত মূল্য: ৭০০/-

যোগাযোগ: ০১৯৩৫-২৮৯৮৩২

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ