সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’

অপেশাদারি আচরণের দায়ে পাকিস্তানে সাংসদদের পার্লামেন্টে প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর দামির।।

পাকিস্তানে সংসদ অধিবেশনে সরকার ও বিরোধী দলীয় সাংসদদের মাঝে সংঘটিত হাতাহাতির ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি করেছেন দেশটির জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার।

এক বিবৃতিতে  তিনি জানান, সরকার ও বিরোধী দলীয় নেতারা গতকাল হট্টগোলের সময় অশালীন ভাষা ব্যবহার করেছেন, যা কোন সংসদীয় ভাষা হতে পারে না। তাই  এমন অপেশাদারিত্ব ও অশালীন ভাষা ব্যবহারকারী সাংসদদের সংসদে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি।

তিনি গতকাল সংসদে হট্টগোলের সময়ের  সিসিটিভি ফুটেজ চেয়েছেন জাতীয় সংসদের স্পিকার আসাদ কায়সার।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (১৫ জুন) পাকিস্তানে সংসদ অধিবেশন চলাকালীন সময়ে সরকার ও বিরোধী দলীয় নেতাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় মালাইকা বুখারী নামে এক সাংসদ ও তার নিরাপত্তা কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

সংসদ অধিবেশনে বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ বক্তব্য প্রদানকালে পিটিআই (পাকিস্তান তেহরিক-ই ইনসা) নেতারা তাকে ঘিরে রাখলে উত্তেজনা তৈরি হয়।

স্পিকার আসাদ কায়সার বিরোধী দলের নেতাকে ঘিরে না রেখে সদস্যদের নিজ নিজ সিটে বসার আহ্বান করেন; কিন্তু কেউ স্পিকারের কথা আমলে নেননি।

বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফের বক্তব্য চলাকালীন সময়ে সরকারদলীয় সাংসদরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের শ্লোগানের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী ও তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও নিজের আসন থেকে দাঁড়িয়ে যান।

এ সময় বিরোধী দলের অন্যান্য নেতারা শাহবাজ শরীফকে ঘিরে রাখেন ও সরকারী সাংসদদের কর্মকাণ্ড ভিডিও করেন। পরবর্তীতে স্পিকার সংসদ অধিবেশনে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ করেন।

এ সময় পিটিআই নেতা আলী আনওয়াজ আওয়ান বাজেটের কাগজপত্র পিএমএল (পাকিস্তান মুসলিম লীগ)  নেতা রুহুল আজগরের দিকে ছুড়ে মারেন। জবাবে রুহুল আজগর ও কাগজপত্র আলী আনওয়াজ আওয়ানের দিকে ছুড়ে মারলে হট্টগোল শুরু হয়।  এসময় মিনিটের জন্য সংসদ অধিবেশন স্থগিত ছিল।

সূত্র: জিও নিউজ

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ