বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৭ শাবান ১৪৪৬


মসজিদকে কোভিড সেন্টারে রূপান্তর নিয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা আমিমুল ইহসান: বিশ্ব করোনাকালীন সময়ে বেশ সঙ্কটের মধ্যে যাচ্ছে। অনেক দেশে হাসপাতালে জায়গা নেই। রোগীদের সেবা দিতে বানানো হচ্ছে অস্থায়ী হাসপাতাল। ভারতের অনেক মসজিদকে কোভিড সেন্টার, কোয়ারেন্টাইনে রুপান্তরিত করা হচ্ছে। মসজিদকে কোভিড সেন্টার বানানো শরীয়ত কতটুকু সমর্থন করে?

এমন এক প্রশ্নের জবাবে দারুল উলূম দেওবন্দের ফতোয়ায় বলা হয়, মসজিদকে কোভিড সেন্টার বানানো ইসলামী শরীয়তে জায়েজ নেই। কেননা কোভিড সেন্টার বানানোর দ্বারা মসজিদ নির্মাণের উদ্দেশ্য হারিয়ে যাবে। অর্থাৎ মসজিদকে নির্মাণ করা হয়েছে বিশেষত নামাজ আদায়ের জন্য। কোভিড সেন্টার বানানোর দ্বারা ইহার ব্যাঘাত ঘটবে। মসজিদের সম্মানহানি হবে, এছাড়াও মসজিদে নাপাকী ছড়িয়ে পড়ার প্রবল আশংকা রয়েছে। সুতরাং মসজিদ ছাড়াও যেসকল বিকল্প ব্যবস্থা রয়েছে যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সেগুলোকে কোভিড সেন্টারে রূপান্তর করা যেতে পারে।

-এএ


সম্পর্কিত খবর