শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ।। ১৩ পৌষ ১৪৩১ ।। ২৬ জমাদিউস সানি ১৪৪৬


আসসুন্নাহ ফাউন্ডেশনে চাকরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাকরির সুযোগ দিচ্ছে আসসুন্নাহ ফাউন্ডেশন। সম্প্রতি প্রতিষ্ঠানটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীতে আগামী ১২ জুন (শনিবার) এর মধ্যে যোগাযোগ করতে হবে।

পদের নাম: অফিস অ্যাডমিন/ম্যানেজার
কাজের প্রকৃতি: প্রশাসনিক কার্যাবলি সম্পাদন, বিভিন্ন প্রকল্প পরিচালনা ও সংস্থার অ্যাকাউন্টস ও অন্যন্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভাল করা।

দায়িত্বসমূহ: এক. ফাউন্ডেশনের কর্মীদের কাজের নির্দেশনা ও তত্বাবধান, তাদের বার্ষিক কর্মক্ষমতা ও সন্তুষ্টির মূল্যায়ন, কর্তপক্ষের চাহিদা মোতাবেক অফিস পরিচালনা, ফাউন্ডেশন কতৃক গৃহীত প্রজেক্ট পরিচালনা, অন্যন্য কাজের নীতিমালা প্রণয়ন ও বাস্তাবায়ন, ফাউন্ডেশনের স্বেচ্ছসেবীদের সংগঠিতকরণ ও তাদের কাজের তদারকিকরণ।

দুই. ফাউন্ডেশন থেকে প্রয়োজনীয় লিখিত ফরমায়েশ এবং সকল ধরনের বিল-ভাউচার যাচাই, অনুমোদন, তদারকি ও সংরক্ষণ, বাজেট প্রস্তুত করা ও তা অনুসরণ করা, আর্থিক প্রতিবেদন ও কর্মকাণ্ডের প্রতিবেদন প্রস্তুতকরণ এবং জমাদান।
তিন. বিভিন্ন প্রজেক্ট প্রপোজাল প্রস্তুতকরণ ও প্রয়োজনীয় ক্ষেত্রে প্রজেক্ট উপস্থাপন এবং প্রতিবেদন তৈরি করা ও যাবতীয় ফাইল ও কাগজপত্র সংরক্ষণ করা।
চার. ফাউন্ডেশনের যে কোনো অনুষ্ঠানের আয়োজন ও তা বাস্তবায়ন করা।
পাঁচ. ফাউন্ডেশনের সকাল প্রকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি দেখাশোনা, রক্ষণাবেক্ষণ করা ও কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া।
ছয়. স্থানীয় জনপ্রশাসনের সাথে সংযোগ স্থাপন পূর্বক জনপ্রশাসন থেকে প্রয়োজনীয় ক্ষেত্রে সহায়তা গ্রহণ।
সাত.ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ/উদেষ্টা পর্ষদসহ যে কোনো মিটিংয়ের এজেন্ডা প্রণয়ন করা, সভা সম্পর্কে সভার সদস্যদের অবহিতকরণ, মিটিংয়ের রেজুলেশন প্রস্তুতকরণ পূর্বক অনুমোদনগ্রহণ/স্বাক্ষরগ্রহণ, রেজুলেশন সংরক্ষণ ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন।
আট. সভাপতি ও সাধারণ সম্পাদকের কর্তৃক নির্দেশিত যে কোনো দায়িত্ব পালন করা।

চাকরির ধরন: ফুল টাইম।
শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি; এমবিএ ডিগ্রি অগ্রাধিকার।
অভিজ্ঞতা : কমপক্ষে পাঁচ বছর (সরকারী, বেসরকারী সংস্থা/এনজিওতে চাকুরির অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে)।

অন্যান্য প্রয়োজনীয় বিষয়াবলি: বয়স: ৩০ থেকে ৪০ বছর।
শুধু পুরুষ আবেদন করতে পারবেন।
কম্পিউটারে দক্ষতা, বিশেষ করে এমএস অফিস/পাওয়ার পয়েন্ট ও বিভিন্ন প্যাকেজ ব্যবহারে দক্ষ হতে হবে।
ইংরেজি ও বাংলায় লিখতে ও বলতে সক্ষম হতে হবে।
কর্মস্থল: ঢাকা।
বেতন : সম্মানজনক, যোগ্যতা সাপেক্ষে।

সুযোগ সুবিধা : প্রভিশনাল পিরিয়ড (অস্থায়ী সময়কাল তিন মাস) সফলভাবে শেষ হওয়ার পরে স্থায়ী কাঠামো অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

আবেদন: সিভি মেইল করুন- assunnahfoundationbd@gmail.com

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ