আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের ঐতিহ্যবাহী মাদরাসা জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া ফুলপুরে আরবী আদব, হিফজ, নূরানী ও মহিলা শাখায় কেরাত বিভাগের জন্য মোট ৫জন শিক্ষক নিয়ােগ দেওয়া হবে।
আজ শনিবার (৫ জুন) মাদরাসার মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিন আওয়ার ইসলামকে শিক্ষক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মুহতামিম স্বাক্ষরিত এক ‘শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি’র মাধ্যমে তিনি বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিম্নে উল্লেখিত পদে জরুরী ভিত্তিতে শিক্ষক নিয়ােগ দেওয়া হবে।
আদব ও তাফসীর বিভাগে ২ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। যোগ্যতা: যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলমে আদবে প্রথম বিভাগ ও দাওরায়ে হাদীসে বেফাক বাের্ড/আল হাইআতুল উলইয়া থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। উপস্থিত যে কোন বিষয়ে আরবী বলা ও লেখার যােগ্যতা অবশ্যই থাকতে হবে। হাদীস ও তাফসীরের কিতাব পড়ানাে অভিজ্ঞতা থাকতে হবে (নূন্যতম ২বছর)।
হিফজ বিভাগের জন্য ১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা: প্রার্থীর অবশ্যই পরিপূর্ণ ইয়াদ থাকতে হবে ও মশক করানাের যোগ্যতা থাকতে হবে। হুফফাযের ট্রেনিংপ্রাপ্ত হতে হবে। পূর্বে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। (নূন্যতম ২ বছর)।
নূরনী বিভাগের জন্য ১ জন শিক্ষক নিয়োগ দেয়া হবে। যোগ্যতা: দাওরায়ে হাদীস পাশ হতে হবে। বাংলা, গণীত, ইংরেজীতে প্রশিক্ষন প্রাপ্ত হতে হবে। দৃষ্টিনন্দন হাতের লেখা হতে হবে।
মহিলা শাখায় কিরাত বিভাগের জন্য ০১ জনকে নিয়োগ দেয়া হবে। যোগ্যতা: হাফেজে কুরআন হতে হবে এবং বেফাক বাের্ড থেকে ইলমুল কিরাতে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে। বি: দ্র: মহিলা প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আগ্রহী প্রার্থীগণকে সদ্য তােলা ২ কপি পাসপাের্ট সাইজ রঙ্গিন ছবি, জাতীয় পরিচয়পত্র/অনলাইন জন্ম সনদের ফটোকপি ও শিক্ষাগত যােগ্যতার যাবতীয় প্রমানপত্রসহ আগামী ১৪-০৬-২০২১ ঈ. তারিখের মধ্যে জামিয়ার অফিস কক্ষে, স্ব-হস্তে লিখিত দরখাস্ত জমা দেয়ার জন্য।
সার্বিক যোগাযোগ: মুহতামিম, জামিয়া আরাবিয়া আশরাফুল উলুম বালিয়া, ফুলপুর, ময়মনসিংহ। মোবাইল: ০১৭১২-২৬১৬৪০
এমডব্লিউ/