আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমদ, মানিকনগর মাদরাসার কিতাব বিভাগের জন্য কাতেব (হাতের লেখার প্রশিক্ষক) অবশ্যক।
যোগ্যতা: প্রার্থীকে কওমি মাদরাসার তাকমিল (মাদ্রাসা/বোর্ড) পরীক্ষায় মুমতাজ/ জায়্যিদ জিদ্দান হতে হবে। আরবি, বাংলা হাতের লেখা সুন্দর হতে হবে। উর্দু পারদর্শী অগ্রাধিকার পাবে। আরবি জাদিদ ও কাদিম উভয় রুসম খতে পারদর্শী হতে হবে। বিশেষ করে মেহনতের মানসিকতা থাকতে হবে। দাওরায়ে হাদীস পর্যন্ত দরসে নেজামির যেকোন কিতাব পড়ানোর যোগ্যতা থাকতে হবে।
সুযোগ সুবিধা: আকর্ষণীয় বেতন, যা যোগ্যতা ও অভিজ্ঞতা অনুসারে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আবাসিক থাকা খাওয়ার (আবাসিক বাধ্যতামূলক)। যোগ্যতা অনুসারে দরসে নিজামির কিতাব প্রদান করা হবে।
জামিয়া ইসলামিয়া জহিরুদ্দিন আহমদ মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী প্রার্থীকে অতিদ্রুত যোগাযোগ করতে হবে। যোগাযোগ: ০১৯১৫৩৩৪১৪৫, ০১৮১২৩৮৪৯৫০।
-এএ