সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
দেহব্যবসা নিষিদ্ধ করার পেছনের ইসলামী দর্শন নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

মারকাযুল ফুরকানের নতুন সংযোগ ‘মারকাযুল ফুরকান আইডিয়াল কওমি মাদরাসা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের অধীনে চালু করা হয়েছে ‘মারকাযুল ফুরকান আইডিয়াল কওমি মাদরাসা’। আন্তর্জাতিক মানসম্পন্ন হিফযুল কুরআন ও মাদানি নেসাব মাদরাসা রয়েছে এখানে। মাদরাসার মাদানি নেসাব- ১ম ও ২য় বর্ষে ভর্তি চলছে!

মাদরাসার বিভাগসমূহ: কিতাব বিভাগ মাদানি নেসাব। ১ম ও ২য় বর্ষে psc, jsc, ssc পরীক্ষাসহ। আধুনিক নূরানী বিভাগ। নাজেরা বিভাগ। বিশ্বমানের হিফজুল কুরআন বিভাগ। হিফজ রিভিশন বিভাগ। প্রতি বর্ষে মাত্র ১৫ জন ভর্তি নেওয়া হবে।

পৃথক বালিকা শাখায় কিতাব বিভাগে হেদায়া জামাত পর্যন্ত ভর্তি চলছে।

May be an image of text

মাদরাসার ভর্তি বিষয়ে মাদরাসার মুহতামিম মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ আওয়ার ইসলামকে জানান, ‘আমাদের মাদরাসায় কোমলমতি শিশুদের অত্যন্ত আদর, স্নেহ ও মায়া-মমতা দিয়ে পড়ানো হয়। আমরা ছাত্রদের নিজের সন্তানের মত মনে করি। তাই বাসায় থেকে যেভাবে বাবার আদর-স্নেহ পায় মাদরাসায় এসেও সে আদর-স্নেহে বেড়ে ওঠে। আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার পদ্ধতির পড়াশোনা রয়েছে এ মাদরাসায়। শিশুদের অত্যন্ত আমানতদারীতার সাথে পাঠদান করানো হয় এখানে। মাদরাসায় সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। আবাসিক ছাত্রদের জন্য স্বাস্থ্যসম্মত ও রুচিবর্ধক খাবার পরিবেশন করা হয়।’

বৈশিষ্ট্যসমূহ: আরবি ভাষা শেখার ক্ষেত্রে মজবুত ভীত গড়া। ১ম বছরেই আরবিতে কথােপকথনের যােগ্যতা অর্জন। সাধারণ যেকোন বিষয়ে আরবিতে প্রবন্ধ লেখার যােগ্যতা অর্জন। কিতাবের মতন বুঝতে শরাহর নির্ভরতা কমিয়ে আনা। ১ম বছরেই কোরআন ও হাদিসের উল্লেখযােগ্য পরিমাণ বুঝতে সক্ষম হওয়া। চিন্তা-চেতনায় সালফে সালেহিনের অনুসরণে অভ্যস্ত হওয়া। হাফেজ ছাত্রদের ইয়াদ ঠিক রাখার জন্য প্রতিদিন শুনানী ও সাপ্তাহিক সবিনার ব্যবস্থা।

আপনার সন্তানকে ভর্তির জন্য যোগাযোগ করুন: ৫৫ উত্তর মুগদা, ঝিলপাড় (মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন), ঢাকা। মোবাইল নাম্বার: ০১৭২৪৯৬৬০৪৫, ০২-৭২৭৫১৪৮, ৭২৭৩১৯৮

ভিজিট করুন: www.mffbd.com

এমডব্লিউ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ