সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
দেহব্যবসা নিষিদ্ধ করার পেছনে ইসলামী দর্শন নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসায় ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর উত্তর মুগদায় অবস্থিত মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসার পুরুষ ও মহিলা (গার্লস) শাখায় ভর্তি চলছে।

মারকাযুল ফুরকান আইডিয়াল  মাদরাসা (একটি আন্তর্জাতিক শিক্ষা মিশন) আন্তর্জাতিক মানসম্পন্ন হিফযুল কুরআন, মাদানি নেসাব ( পুরুষ শাখা) ও কদিম নেসাব গার্লস শাখা) মাদরাসা। বাংলাদেশ কওমি মাদরাসা ও ন্যাশনাল কারিকুলাম এর সমন্বিত সিলেবাসে পরিচালিত হচ্ছে মাদরাসাটি।

একজন ছেলে ও মেয়েকে হাফেয,আলেম হওয়ার পাশাপাশি ডাক্তার, ইন্জিনিয়ার,বা অন্য পেশাজীবি হতে ও  সুন্দর ভবিষ্যত গড়তে মারকাযুল ফুরকান আইডিয়াল  মাদরাসায় যেসব সুবিধা থাকছে।

১. আবাসিক/অনাবাসিক/ডে-কেয়ার।

২. নিজস্ব পরিবহন ব্যাবস্থা

৩.তিন বছরে সম্পূর্ণ কুরআন শরীফ হিফযের ব্যাবস্থা।

৪.  প্রতি ১০ জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক।

৫. আইটি বেজড ডিজিটাল ক্যাম্পাস।

৬. সকল শিক্ষার্থীদের জন্য স্পোকেন ইংলিশ ও স্পোকেন এ্যারাবিক বাধ্যতামূলক।

৭. আমাদের কোন শিক্ষার্থীকে প্রাইভেট পরতে হয় না। *

৮. সার্বক্ষণিক সিকিউরিটি গার্ডসহ শতভাগ ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা।

৯. তিনবেলা মানসম্মত খাবার দুই বেলা নাস্তা ও প্রতিদিন দুধের ব্যবস্থা।

১০. কাপড় ধোলাইর জন্য লন্ড্রির ব্যবস্থা। *

১১. প্রবাসি ও ব্যস্ত অভিভাবকদের দায়িত্ব গ্রহন।

১২. অমনোযোগী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যাবস্থা।

১৩. শিক্ষার্থীদের পরিচর্যায় সার্বক্ষণিক খাদেমের ব্যাবস্থা

১৪.  শারিরিক ও মানুষিক নির্যাতন মুক্ত ক্যাম্পাস!

 

বিভাগ সমূহঃ-

১.  আধুনিক নূরানী বিভাগ

২. নাযেরা বিভাগ

৩. বিশ্ব মানের হিফযুল কুরআন বিভাগ

৪. হিফয রিভিশন বিভাগ

৫. কিতাব মাদানি নেসাব ১ম বর্ষ ( পুরুষ) কিতাব হেদায়া জামাত পর্যন্ত ( মহিলা) ,জেনারেল বিভাগ ( প্লে-গ্রুপ থেকে নবম শ্রেণি পর্যন্ত) বয়স্ক ও নৈশ বিভাগ

৬. স্কুল শিক্ষার্থীদের জন্য মকতব।

ভর্তির জন্য যোগাযোগঃ- ক্যাম্পাসঃ- ৯৬/৪ উত্তর মুগদা ঝিলপাড় (জিরো পয়েন্ট) ঢাকা-১২১৪। ০২-৭২৭৩৭৯৮,০১৭২৪৯৬৬০৪৫ বিস্তারিত জানতেঃ- ফেসবুক পেইজে ভিজিট করুন ""মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার "" অথবা ওয়েব সাইটে ভিজিট করুন: www.mffbd.com


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ