সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
দেহব্যবসা নিষিদ্ধ করার পেছনে ইসলামী দর্শন নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে জোরালো হচ্ছে ইসলামপন্থীদের প্রতিবাদ রাজধানীসহ ১৪ অঞ্চলে সকাল সকাল বজ্রসহ বৃষ্টি হতে পারে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

৩০ মে থেকে ভর্তি শুরু হচ্ছে হাটহাজারী মাদরাসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী।।

হাটহাজারী প্রতিনিধি>

আলজামিয়াতুল আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদরাসার মজলিসে ইদারী ও মজলিসে ইলমির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ শাওয়াল ১৪৪২ হিজরী মুতাবেক ৩০ মে ২০২১ ইংরেজী রোজ রবিবার হতে জামিয়ার সকল বিভাগের নতুন ও পুরাতন ছাত্রদের ভর্তি কার্যক্রম শুরু হওয়া মর্মে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে ভর্তির অনুমতি দেওয়া হবে।

ক. প্রচলিত রাজনৈতিক ও অরাজনৈতিক কোন সংগঠন ও আইন-শৃঙ্খলা বিরোধী কোন কার্যক্রমের সাথে কোন ভাবে সম্পৃক্ত না থাকতে হবে।

খ. জমিয়ার ক্লাস ও ছাত্রবাস সহ, ক্যাম্পাসে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতে হবে। কোন প্রকার স্মাটফোন পাওয়াগেলে জব্দ করা হবে। নরমাল মোবাইল ফোন আছরের পর থেকে মাগরিব পর্যন্ত ব্যবহারের সুযোগ থাকবে।

গ. কোন ছাত্র কোন প্রকার সোস্যাল মিডিয়ায় পোষ্ট দিলে শাস্তির যোগ্য হবে।

ঘ. সর্বাবস্থায় মাদ্রাসা ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

ঙ. প্রত্যেক জামাতে কোটা ভিত্তিক ছাত্র ভর্তি করা হবে। মেধাবী ও আখলাকী ছাত্রদের প্রাধান্য দেয়া হবে।

চ. আচার- আচরণ, চাল-চলন, পোষাক-পরিচ্ছেদ তালেবুল ইলমের মান সম্পন্ন হতে হবে।

ছ. শরীয়া পরিপন্থী কোন কার্যকলাপে লিপ্ত না হতে হবে।

নতুন যুক্ত হওয়া 'কড়া' শর্তগুলো দেয়ার ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক জামেয়ার এক শিক্ষক জানান, গত বছরের বেশ কিছু ঘটনায় কর্তৃপক্ষ বিবৃত। প্রশাসনসহ অনেকের কাছে বারবার বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে শিক্ষকদের। তাই কর্তৃপক্ষ এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটতে এমন কড়া শর্ত দিয়ে ছাত্র ভর্তি নিতে সিদ্ধান্ত নিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ