বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ।। ২২ মাঘ ১৪৩১ ।। ৬ শাবান ১৪৪৬


আল্লামা কাসেমী স্মরণে প্রকাশিত হলো ছোটকাগজ ‘ভাঁজপত্র’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর কামরাঙ্গিরচর নূরিয়া মাদরাসায় শুরু হয়েছে আঞ্চলিক কিতাবমেলা। মাকাতাবাতুল আযহার, মাকতাবাতুল ইসলামসহ দেশের খ্যাতিমান লাইব্রেরীর উদ্যোগে এ কিতাবমেলা শুরু হয়েছে। এটি দুদিনব্যাপী চলবে। চলমান এ কিতাবমেলায় পাওয়া যাচ্ছে শায়খুল হাদিস আল্লামা নূর হুসাইন কাসেমী রহ. স্মরণে প্রকাশিত ছোট কাগজ ‘ভাঁজপত্র’।

কামরাঙ্গিরচর নূরিয়া মাদরাসার শিক্ষক মুফতি আ ফ ম আকরাম হুসাইন সম্পাদিত ভাঁজপত্রটির নাম দেয়া হয়েছে আল্লামা নূর হোসাইন সংখ্যা। এতে আল্লামা কাসেমী রহ. এর জীবন থেকে নেওয়া শিক্ষণীয় ও অনুকরণীয় বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। আপনার কপিটি আজই সংগ্রহ করুন।

মেলায় প্রাপ্তিস্থান: আল হাদী প্রকাশনী, মেলার দক্ষিণ পাশের স্টল। সরাসরি পেতে যোগাযোগ: মাওলানা মাসউদুর রহমান সাজিদ, ভাঁজপত্র 01626755996।

-এটি


সম্পর্কিত খবর