সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

ঘুরে আসুন বাংলার তাজমহল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রফিকুল ইসলাম জসিম।।

ভারতের আগ্রার তাজমহল গোটা বিশ্ব জুড়ে পরিচিত। মমতাজের প্রতি সম্রাট শাহজাহানের ভালোবাসার এক অপূর্ব নিদর্শন এই তাজমহল। এর স্থাপত্যশিল্পে সকলে মুগ্ধ।তবে বিশ্বের প্রাচীন সপ্তাশ্চর্য আগ্রার তাজমহলের আদলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পেরাব গ্রামে নির্মিত হয়েছে 'বাংলার তাজমহল।'

চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক আহসানউল্লাহ্ মনি নিজস্ব অর্থায়নে পেরাব গ্রামে নিজ বাড়িতে প্রায় ১৮ বিঘা জমির ওপর এ তাজমহল নির্মাণ করেন। ২০০৮ সালে উদ্বোধন হয় বাংলার তাজমহল। সেখানে বিভিন্ন স্থানে বসানো টাইলস, বিদেশি ডায়মন্ড পাথর, গম্বুজের ওপরে ব্রোঞ্জের তৈরি চাঁদ-তারায় দৃষ্টিনন্দন এই তাজমহল। এই মহলের ভেতরে আহসানউল্লাহ্ মনি ও তার স্ত্রী রাজিয়া দু’জনের কবরের স্থান সংরক্ষিত আছে।

তাজমহলে ব্যবহৃত টাইলসগুলো বাইরের দেশ থেকে ক্রয়কৃত। এখানে বসানো হয়েছে ১৭২ টি বিদেশি ডায়মন্ড পাথর। তাজমহলে প্রবেশের সময় রয়েছে পানির ফোয়ারার। আগ্রার তাজমহলের ন্যায় বাংলার তাজমহলেও চারকোণে ৪টি বড় মিনার রয়েছে। চারিদিকে রয়েছে সুন্দর ফুলের বাগান এবং দর্শনার্থীদের জন্য বসার জায়গা।

তাজমহলের ভেতরে আরও রয়েছে “রাজমনি ফিল্ম সিটি স্টুডিও”। তাজমহলের বাইরে রয়েছে “রাজমনি ফিল্ম সিটি রেস্তোরাঁ”, আরও রয়েছে বিভিন্ন খাবার দোকান, হোটেল, আবাসিক ভবন, জামদানি শাড়ির দোকান, হস্তশিল্প সামগ্রী, মাটির গহনা সহ আরও অন্যান্য পণ্য সামগ্রীর দোকান। এর আশেপাশে রয়েছে কয়েকটি পিকনিক স্পট।

যেভাবে যাবেন

ঢাকা থেকে মাত্র ৩২ কিলোমিটারের ব্যবধান হওয়ায় আপনি চাইলে দিন গিয়ে দিনেই ঘুরে আসতে পারবেন বাংলার তাজমহল থেকে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কুমিল্লা, দাউদকান্দি অথবা সোনারগাঁ গামী যেকোনো বাসে চড়ে মদনপুর বাস স্ট্যান্ডে নামতে হয়। সেক্ষেত্রে ভাড়া লাগবে ১৫ টাকা।সেখান থেকে সিএনজি বা অটোরিকশায় জনপ্রতি ২৫ টাকা ভাড়ায় খুব সহজে যাওয়া সম্ভব হবে তাজমহলে।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ