রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬


বীমা পরিষেবায় অর্থ লেনদেনের বিষয়ে দেওবন্দের ফতোয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের ওয়েব সাইটে এক ভাই প্রশ্ন করেছেন।
মুদারাবার নামে বীমা সেবা পরিচালিত হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। এই বীমা সংস্থাগুলি দাবি করে তারা হালাল পদ্ধতি ক্রয় বিক্রয় ও ব্যবসা করে থাকে। তাদের বিনিয়োগও হালাল।

বাকি সাধারণ বীমা সংস্থাগুলি ও তাদের কার্যক্রমও প্রায় একই রকম। বীমা সংস্থাগুলো ইসলামী বীমা নামেও পরিচালিত হচ্ছে। জানার বিষয় হলো লাভের অংশীদারিত্বের মাধ্যমে বীমা সংস্থার সঙ্গে ব্যবসা করা অথবা তাতে টাকা জমা রাখার কোনো সুযোগ আছে কি না? ইসলামী বীমার নামে যে সংস্থাগেুলো পরিচালিত হচ্ছে সেগুলোর বিধান কি?

দারুল উলুম দেওবন্দ উত্তর নং: ৬০২০০৪ এ বলে, একটি বীমা সংস্থায় যা কিছু করা হয় তাতে সুদ ও জুয়া উভয়টিরেই মিশ্রণ থাকে। আর এ দুটি জিনিসই কোরআনে নিষিদ্ধ রয়েছে। হারাম বলা হয়েছে। আপনার দেশের বীমা সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে জানতে হবে তারপর সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া যাবে। স্থানীয় আলেমদের কাছে এ বিষয়ে জানার অনুরোধ থাকবে। সূত্র: দারুল উলুম দেওবন্দ অনলাইন ফতোয়া সাইট

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ