সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
আ.লীগ নিষিদ্ধের দাবিতে নতুন কর্মসূচি দিল এনসিপি নোয়াখালীতে দায়িত্বে অবহেলা করায় ১২শিক্ষককে অব্যাহতি   নারী কমিশনের প্রস্তাবনা, অসভ্যতা প্রসারের নীল নকশা: নেজামে ইসলাম জামায়াতের সঙ্গে মতভিন্নতা আছে, শত্রুতা নয়: মাওলানা ফজলুর রহমান মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে ইরাক সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের আশংকার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে ইরাক সরকার। স্কুলে ফিরেছে এক কোটি শিক্ষার্থী। প্রায় আট মাস পর খুলে দেয়া হলো ইরাকের এসব স্কুল। খবর আল জাজিরার।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেশটি।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলছে, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে প্রাথমিক পর্যায়ের ক্লাস সপ্তাহে পাঁচ দিনের বদলে একদিন নেয়া হবে। অন্যদিকে প্রাথমিক ছাড়া বাকি সকল পর্যায়ের ক্লাস সপ্তাহে দুই দিন করে নেয়া হবে। বাকি পড়াশোনা অনলাইনে সম্পন্ন করা হবে। তবে ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা ৫০ জনের বেশি হবে না।

আনবার প্রদেশের কারমা শহরের মোহাম্মদ নামে ইংরেজি বিভাগের একজন শিক্ষক আল জাজিরাকে বলেন, ‘আট মাস অনলাইন শিক্ষার পর আমরা সরাসরি ক্লাসে ফিরছি। তাই আমি এবং আমার শিক্ষার্থীরা খুবই খুশি।’ তিনি বলেন, ‘করোনাভাইরাস একটি বড় সমস্যা। তাই ক্লাসে শিক্ষার্থীদের মধ্যে তিন মিটার দুরত্ব বজায় থাকবে।’

তবে ইমাদ মোহাম্মদ ফারহান নামে একজন অভিভাবক বলছেন, ‘শিশুদের স্কুলে ফেরা নিয়ে আমি কিছুটা শংকিত। কারণ আমি হলফ করে বলতে পারি তারা সবসময় সতর্ক থাকবে না। তারা সবর্দা মাস্ক পরবে না।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ